প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ৬:২৪ পিএম

ভোটদানে জনসম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ টেলিভিশনে শুরু হয়েছে বিশেষ অনুষ্ঠান ‘প্রথম ভোট’। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে এই অনুষ্ঠানটি নির্মিত হয়েছে।
ফেরদৌসী আহমেদ চৌধুরীর উপস্থাপনায় এবং ইয়াসির আরাফাতের প্রযোজনায় অনুষ্ঠানটি আজ (১৩ জানুয়ারি) থেকে প্রচার হবে প্রতি মঙ্গল ও শুক্রবার রাত ১০টায়। অনুষ্ঠানটির সম্প্রচার চলবে জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত। সূচনা পর্বে থাকছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. রশিদ মিয়া (রশিদ সাগর)।
জানা গেছে, প্রথমবারের মতো ভোট দিবেন এমন বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ এ অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করে তাদের ভোট সংক্রান্ত নানা প্রশ্ন ও মতামত তুলে ধরবেন। ভোটারদের কৌতূহল ও প্রত্যাশার কথা সরাসরি জানতে পারবেন দর্শকরা। নির্বাচন প্রক্রিয়ার নানা খুঁটিনাটি বিষয়েও অনুষ্ঠানটিতে বিস্তারিত আলোচনা করবেন নির্বাচন কমিশনের প্রতিনিধিরা।
এ ব্যাপারে অনুষ্ঠানটির প্রযোজক ইয়াসির আরাফাত জানান, ‘ভোটার নিবন্ধন, ভোট প্রদান পদ্ধতি, নির্বাচনী আচরণবিধি, ভোটের গুরুত্ব ও নাগরিক দায়িত্বসহ নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সহজ ও স্পষ্টভাবে তুলে ধরা হবে এই অনুষ্ঠানে। ফলে নতুন ভোটারদের পাশাপাশি সাধারণ দর্শকদের মধ্যেও নির্বাচন সম্পর্কে স্বচ্ছ ধারণা তৈরি হবে।
অপরদিকে, নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ টেলিভিশনের এই উদ্যোগ ভোটার সচেতনতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে- বলে মনে করছেন জেনালের ম্যানেজার নুরুল আজম।
আজকালের খবর/আতে