বৃহস্পতিবার ২২ জানুয়ারি ২০২৬
পীরগাছায় হ্যান্ডকাফ পরিহিত অবস্থায় যুবলীগ নেতার পলায়ন
পীরগাছা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৬:৫৩ পিএম
রংপুরের পীরগাছায় পুলিশের হেফাজত থেকে জুলাইযোদ্ধা শহীদ আবু সাঈদসহ একাধিক হত্যা মামলার আসামি জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নাহিদ হাসান লিটনের পলায়নের ঘটনায় পুরো উপজেলাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

সন্ধ্যায় কয়েক মিনিটের নাটকীয় ঘটনার পর থেকেই এলাকাজুড়ে শুধু একটাই আলোচনা—পুলিশের হাত থেকে কীভাবে হ্যান্ডকাফ পরা অবস্থায় একজন নেতা প্রকাশ্যে পালিয়ে গেল।

অপারেশনে অংশগ্রহনকারী একজন অফিসার নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমরা ৬ জন এস আই, ৪ জন এ এস আই ও ২ জন কনস্টেবল ছিলাম।

গত মঙ্গলবার সন্ধ্যায় পীরগাছা থানা পুলিশের বিশেষ অভিযানে শহীদ আবু সাঈদসহ একাধিক হত্যা মামলার পলাতক আসামি নাহিদ হাসান লিটনকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। তিনি পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হান্নানের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, গ্রেপ্তারের পরপরই লিটনের হাতে হ্যান্ডকাফ পরানো হয়। ঠিক সেই সময়ই তার পরিবারের সদস্যসহ কয়েকজন নারী পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। কথা কাটাকাটির মধ্যেই পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে ১০-১৫ জন নারী একসঙ্গে পুলিশকে ঘিরে ধস্তাধস্তিতে লিপ্ত হলে পুরো এলাকা রীতিমতো রণক্ষেত্রে পরিণত হয়। সেই সুযোগে বাড়ির পেছনের দিক দিয়ে পালিয়ে যায় লিটন।

স্থানীয়দের দাবি, পালানোর সময় লিটনের শরীরে কোনো কাপড় ছিল না এবং তিনি হ্যান্ডকাফ পরিহিত অবস্থাতেই পালিয়ে যান। তবে পুলিশের দাবি, তার শরীরে শ্যাম্পু ও সাবান মাখানো ছিল এবং পরনে হাফপ্যান্ট ছিল।
স্থানীয় এক যুবদল নেতা পুলিশকে হ্যান্ডকাফ উদ্ধার করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বলেও জানা গেছে।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক প্রত্যক্ষদর্শী দম্পতি জানান, মাগরিবের নামাজের পরপরই কয়েকজন পুলিশ সদস্য লিটনের বাড়িতে যান। এ সময় কোলাহল শুনে তারা বাড়ির সামনে গিয়ে দেখেন পুলিশ লিটনকে ধরে রেখেছে এবং তার হাতে হ্যান্ডকাফ রয়েছে। এ সময় পুলিশের সামনে ১০-১৫ জন নারী বাকবিতণ্ডায় লিপ্ত ছিলেন। একপর্যায়ে আকস্মিকভাবে এক নারী পুলিশ সদস্যেকে পিছন থেকে জাপটে ধরেন অপর এক নারী পুলিশের হাতে কামড় দিলে হ্যান্ডকাফ পরিহিত ও বিবস্ত্র অবস্থায় লিটন পালিয়ে যায়।

স্থানীয় শাহ আলম বলেন, বিবস্ত্র অবস্থায় লিটন পুলিশের হাত থেকে পালিয়ে যায়।

পালিয়ে যাওয়া লিটনের বাবা আব্দুল হান্নান বলেন, আমার ছেলে ফুটবল খেলে বাড়িতে এসে বাথরুমে গোসল করার সময় পুলিশ এসে গ্রেপ্তার করে। এরপর মহিলারা পুলিশকে ঘিরে ধস্তাধস্তির একপর্যায়ে সে পালিয়ে যায়।
পলাতক লিটনের চাচা ছফির উদ্দিন বলেন, পুলিশকে জুতা আর ঝাড়ু পিটা করে লিটনকে হ্যান্ডকাফসহ ছাড়িয়ে নেওয়া হয়েছে। পুলিশ বাধ্য হয়ে হ্যান্ডকাফের চাবি যুবদল নেতা জাহাঙ্গীরের মাধ্যমে দিলে, তারই মাধ্যমে হ্যান্ডকাফ ফেরত দেওয়া হয়েছে। ওয়াকি-টকিটি তৎক্ষণাৎ নুর ইসলামের মাধ্যমে ফেরৎ দেওয়া হয়েছে এবং তার ভিডিও সংরক্ষণে রাখা হয়েছে।

পীরগাছা উপজেলা যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম নিজে হ্যান্ডকাফ ফেরৎ দেওয়ার বিষয়টি অস্বীকার করেন। তবে হট্টগোল করে লিটনকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়ার বিষয়টি শুনেছেন।

অবসরপ্রাপ্ত অডিটর শামসুল আলম বলেন, লিটনকে গ্রেপ্তার করে হ্যান্ডকাফ পড়ানোর সময় স্থানীয় এক মহিলা পিছন থেকে পুলিশকে জাপটে ধরলে অপর এক মহিলা হাতে কামড় দেয় ও চোখে বালু ছিটায়। এ সময় লিটন হ্যান্ডকাফসহ পালিয়ে যায়।

স্থানীয় পারুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লুৎফর রহমান বলেন, আমি আজ স্কুলে এসে শুনি লিটনকে গ্রেপ্তারের সময় অনেক নারী-পুরুষের আক্রমণে পুলিশ ছেড়ে দিতে বাধ্য হয়েছে।

এ বিষয়ে এলাকাবাসী পুলিশের সক্ষমতা নিয়ে রীতিমতো প্রশ্ন তুলেছেন, কিভাবে ১২ জন পুলিশের হাত থেকে একজন আসামি হ্যান্ডকাফসহ পালিয়ে যায়।

পীরগাছা থানার ওসি (তদন্ত) আমিরুল ইসলাম আসামি লিটন পালানোর কথা স্বীকার করলেও হ্যান্ডকাফের বিষয়টি অস্বীকার করেন।

এ বিষয়ে জানতে চাইলে পীরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম খন্দকার মহিব্বুল ইসলাম আসামি পালানোর ঘটনাটি স্বীকার করেন। তবে তিনি হ্যান্ডকাফ পরিহিত থাকার বিষয়টি অস্বীকার করে বলেন, হ্যান্ডকাফের বিষয়টি সম্পূর্ণ গুজব।

এ বিষয়ে রংপুরের পুলিশ সুপার মারুফাত হুসাইন বলেন, বিষয়টি আমি জানি না, খোঁজ নিয়ে দেখছি।

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
প্রার্থীদের প্রতীক বরাদ্দ শেষ, আজ থেকে নির্বাচনী প্রচারণা শুরু
নির্বাচন পর্যবেক্ষণ নিয়ে সম্পাদকদের সঙ্গে AFED-এর গোলটেবিল বৈঠক
বিশ্বকাপ থেকে বাদ পড়লে আইনি পদক্ষেপ নেবে বিসিবি!
ব্রাহ্মণবাড়িয়া-৩ এ বিএনপির প্রার্থী খালেদের নির্বাচনী ইশতেহার ঘোষণা
জামায়াত ত্যাগ করায় চরমোনাই পীরকে হেফাজত আমিরের অভিনন্দন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সার্ক পুনরুজ্জীবনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সার্ক জার্নালিস্ট ফোরামের বৈঠক
বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের ‘সরাচ্ছে’ ভারত
বরিশাল-১ আসনে ফুটবল প্রতীক পেলেন ইঞ্জিনিয়ার আবদুস সোবহান
১০ দলের আসন সমঝোতা: ২১৫ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে জামায়াত
প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৯,২৬৫ জন
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft