ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট জেলার ছয়টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করা ৩৩ জন প্রার্থীর মধ্যে চূড়ান্ত প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০টায় সিলেট জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সারওয়ার আলম সিলেট জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সিলেট-১ আসনে ৮ জন, সিলেট-২ আসনে ৫ জন, সিলেট-৩ আসনে ৬ জন, সিলেট-৪ আসনে ৫ জন, সিলেট-৫ আসনে ৪ জন এবং সিলেট-৬ আসনে ৫ জন প্রার্থী চূড়ান্ত প্রতীক পেয়েছেন।
সিলেট-১ (আসন ২২৯):
গণঅধিকার পরিষদ (জিওপি) থেকে আকমল হোসেন (ট্রাক), বিএনপি থেকে খন্দকার আব্দুল মুক্তাদির (ধানের শীষ), বাসদ থেকে প্রণব জ্যোতি পাল (মই), জামায়াতে ইসলামী থেকে মাওলানা হাবিবুর রহমান (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মাহমুদুল হাসান (হাতপাখা), কমিউনিস্ট পার্টি থেকে মোহাম্মদ আনোয়ার হোসেন (কাস্তে), ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ থেকে মো. শামীম মিয়া (আপেল) এবং সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) থেকে সঞ্জয় কান্ত দাস (কাঁচি) প্রতীক পেয়েছেন।
সিলেট-২ (আসন ২৩০):
জাতীয় পার্টির মাহবুবুর রহমান চৌধুরী (লাঙ্গল), খেলাফত মজলিসের মুহাম্মদ মুনতাহির আলী (দেওয়াল ঘড়ি), বিএনপির মোছা: তাহসিনা রুশদী (ধানের শীষ), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আমির উদ্দিন (হাতপাখা) এবং গণফোরামের মো. মুজিবুল হক (উদীয়মান সূর্য) প্রতীক পেয়েছেন।
সিলেট-৩ (আসন ২৩১):
স্বতন্ত্র প্রার্থী মইনুল বকর (কম্পিউটার), খেলাফত মজলিসের মুসলেহ উদ্দিন রাজু (রিকশা), স্বতন্ত্র প্রার্থী মোজ্জাক্কির রাজা চৌধুরী (ফুটবল), জাতীয় পার্টির মোহাম্মদ আতিকুর রহমান (লাঙ্গল), বিএনপির মোহাম্মদ আব্দুল মালিক (ধানের শীষ) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের রেদওয়ানুল হক চৌধুরী (হাতপাখা) প্রতীক পেয়েছেন।
সিলেট-৪ (আসন ২৩২):
বিএনপির আরিফুল হক চৌধুরী (ধানের শীষ), গণঅধিকার পরিষদের জহিরুল ইসলাম (ট্রাক), ইসলামী আন্দোলনের মাওলানা জাহিদ আহমেদ (হাতপাখা), জাতীয় পার্টির মোহাম্মদ মজিবুর রহমান (লাঙ্গল) এবং জামায়াতে ইসলামীর মো. জয়নাল আবেদীন (দাঁড়িপাল্লা) প্রতীক পেয়েছেন।
সিলেট-৫ (আসন ২৩৩):
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ওবায়দুল্লাহ ফারুক (খেজুর গাছ), স্বতন্ত্র প্রার্থী মামুনুর রশীদ (ফুটবল), খেলাফত মজলিসের মোহাম্মদ আব্দুল হাসান (দেওয়াল ঘড়ি) এবং বাংলাদেশ মুসলিম লীগের মো. বিল্লাল উদ্দিন (হারিকেন) প্রতীক পেয়েছেন।
সিলেট-৬ (আসন ২৩৪):
বিএনপির এমরান আহমদ চৌধুরী (ধানের শীষ), গণঅধিকার পরিষদের জহিদুর রহমান (ট্রাক), জাতীয় পার্টির মোহাম্মদ আবদুন নূর (লাঙ্গল), জামায়াতে ইসলামীর মোহাম্মদ সেলিম উদ্দিন (দাঁড়িপাল্লা) এবং স্বতন্ত্র প্রার্থী মো. ফখরুল ইসলাম (হেলিকপ্টার) প্রতীক পেয়েছেন।
নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে প্রার্থীরা এখন নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী নিজ নিজ এলাকায় আনুষ্ঠানিক প্রচারণা কার্যক্রম শুরু করতে পারবেন।
আজকালের খবর/ এমকে