উলিপুরে গুলশান জগার্স সোসাইটি, ঢাকা’র উদ্যোগে এবং আরডিআরএস বাংলাদেশ-এর সহযোগিতায় অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
বুধবার সকাল ১১টায় হাতিয়া ইউনিয়নের চৌমুহনী ব্রাঞ্চ এবং চিলমারি আরডিআরএস প্রাঙ্গণে উপজেলার বিভিন্ন এলাকার অসহায় ও দুস্থ মানুষের মাঝে মোট ৪০০টি কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলিপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান।
এসময় আরও উপস্থিত ছিলেন গুলশান জগার্স সোসাইটি, ঢাকার প্রতিনিধিবৃন্দ চন্দন কে মজুমদার, জাকির হোসেন, দেলোয়ার হোসেন, এনামুল হক ও মোহাম্মদ নাসিম উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের অ্যাডমিনিস্ট্রেশন কর্মকর্তা (চিলমারি), আরডিআরএস কুড়িগ্রামের রিজিওনাল ম্যানেজার সুবল কুমার প্রামানিক এবং চৌমুহনী সদর শাখার ব্যবস্থাপক মনোরঞ্জন রায়।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান গুলশান জগার্স সোসাইটি ও আরডিআরএস বাংলাদেশকে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, “এই ধরনের মানবিক উদ্যোগ দরিদ্র ও অসহায় মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং তারা তীব্র শীত থেকে কিছুটা হলেও রক্ষা পাবে।”
আজকালের খবর/ এমকে