সোমবার ১৯ জানুয়ারি ২০২৬
পে স্কেল বাস্তবায়ন নিয়ে অর্থ উপদেষ্টার নতুন তথ্য
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৬:০০ পিএম
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পে স্কেল সম্পর্কে নতুন তথ্য দিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, এ বিষয়ে কাজ চলমান রয়েছে। পে স্কেল বাস্তবায়নে প্রচুর অর্থের প্রয়োজন। অর্থনীতি আরও শক্তিশালী হলে বিষয়টি আলোর মুখ দেখবে।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে চাঁদপুর সদরে হাসান আলী স্কুল মাঠে আয়োজিত গণভোটের ‘হ্যাঁ’ ভোট প্রচারণা মেলা উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, গত ১০ বছরে পে স্কেল নিয়ে কোনো কাজ হয়নি। আমরা পে কমিশন করেছি। এ বিষয়ে কাজ চলছে। এটি বাস্তবায়নের ক্ষেত্রে শুধু অর্থ নয়, বাজার ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রাখার বিষয়টি গুরুত্বপূর্ণ। এজন্য প্রচুর অর্থের প্রয়োজন। দেশের অর্থনীতি আরও শক্তিশালী হলে এটি আলোর মুখ দেখবে।

তিনি জানান, দেশের অর্থনীতি চাঙা করার জন্য নেওয়া বিভিন্ন উদ্যোগের ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১৮ বিলিয়ন ডলার থেকে বেড়ে বর্তমানে ৩২ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

গণভোটে ‘হ্যাঁ’ ভোট নিয়ে ভুল ব্যাখ্যার সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, অনেকেই মনে করছেন ‘হ্যাঁ’ ভোট কোনো বিশেষ রাজনৈতিক দলের এজেন্ডা। বাস্তবতা হলো, এটি দেশের গণতন্ত্রকামী সব দলের জন্যই উপযোগী এবং সুশাসন নিশ্চিত করার একটি পথ। শুধু সুশাসনের জন্যই নয়, শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি ও ধর্মসহ কয়েকটি গুরুত্বপূর্ণ খাতে সংস্কারের প্রয়োজন রয়েছে। অর্থ উপদেষ্টা ‘হ্যাঁ’ ভোট প্রচারণা মেলায় বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

এছাড়াও তিনি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে চাঁদপুরের বিভিন্ন স্তরের সরকারি-বেসরকারি কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন।

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
ফিরোজপুরে গণভোটে উদ্বুদ্ধ করতে সুধী সমাবেশে উপদেষ্টা ফরিদা
ওসমান হাদীকে বিজয় করতেই গণভোটে "হ্যা" জয়যুক্ত করতে হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
তারেক রহমানের আগমন উপলক্ষে সিলেটে প্রচার মিছিল
গণভোটে ‘হ্যাঁ’ সম্মতি দেয়ার আহ্বান প্রধান উপদেষ্টার
আগামীর রাজনীতি হবে মানবকল্যাণে: তারেক রহমান
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সাতক্ষীরার সাংবাদিকদের সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান পিআইবি মহাপরিচালকের
দ্বৈত নাগরিকত্ব : ইসির নমনীয়তায় সুখবর পেলেন ২০ প্রার্থী
যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন : প্রধান উপদেষ্টা
তারেক রহমানকে বরণে প্রস্তুত ব্রাহ্মণবাড়িয়াবাসী
‘ইসি বিএনপির পক্ষে, এনসিপি নির্বাচনে যাবে কিনা পুনর্বিবেচনা করছে’
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft