সোমবার ১৯ জানুয়ারি ২০২৬
জেবিএবি নিয়ে মিথ্যা, উদ্দেশ্যমূলক ও বিভ্রান্তিকর প্রচারণার তীব্র নিন্দা ও প্রতিবাদ
বাণিজ্য ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ১০:৩৭ এএম
জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (জেবিএবি) একটি সুসংগঠিত, সুশৃঙ্খল ও বাংলাদেশের জাতীয়তাবাদী ধারার আদর্শে বিশ্বাসী সংগঠন। সংগঠনের সকল কার্যক্রম জেবিএবি’র গঠনতন্ত্র, নীতিমালা ও সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী পরিচালিত হয়ে আসছে। দীর্ঘদিন ধরে জেবিএবি ব্যাংক খাত ও কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য অধিকার আদায়ে বলিষ্ঠ ও গঠনমূলক ভূমিকা পালন করছে।

সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, একটি কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে জেবিএবি’র ভাবমূর্তি ক্ষুণ্ন করার লক্ষ্যে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে মিথ্যা, বিভ্রান্তিকর ও অসত্য তথ্য প্রচার করছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও মনগড়া।

উক্ত মহলটি জেবিএবি’র কেন্দ্রীয় কমিটি ও নেতৃত্ব নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং অবৈধভাবে বিভিন্ন ব্যক্তিকে কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে, যা জেবিএবি’র গঠনতন্ত্রের সুস্পষ্ট লঙ্ঘন।

এ বিষয়ে জেবিএবি’র কেন্দ্রীয় কমিটি দ্ব্যর্থহীনভাবে জানাতে চায় যে, গঠনতন্ত্র অনুযায়ী কেন্দ্রীয় কমিটির অনুমোদন ব্যতীত কোনো কমিটি গঠন, পুনর্গঠন কিংবা সংগঠনের নাম ব্যবহার করে কোনো কার্যক্রম পরিচালনা সম্পূর্ণ অবৈধ।

এই ধরনের অপপ্রচার ও মিথ্যাচারের মাধ্যমে সংগঠনের সম্মান ক্ষুণ্ন করার অপচেষ্টা অব্যাহত থাকলে জেবিএবি কেন্দ্রীয় কমিটি আইনগত ব্যবস্থা গ্রহণে বাধ্য হবে।

জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (জেবিএবি) সবসময় সত্য, ন্যায় ও সংগঠনের আদর্শে অবিচল। ব্যাংকার সমাজসহ দেশপ্রেমিক সকল শক্তিকে এই অপপ্রচারের বিরুদ্ধে সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছে।

আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
দ্বৈত নাগরিকত্ব : ইসির নমনীয়তায় সুখবর পেলেন ২০ প্রার্থী
ঢাবিতে নারী শিক্ষার্থীদের প্রতি বৈষম্য নিরসনের দাবিতে ‘প্রশাসন পোড়াও বারবিকিউ’ আয়োজন
‘ইসি বিএনপির পক্ষে, এনসিপি নির্বাচনে যাবে কিনা পুনর্বিবেচনা করছে’
নাহিদ ইসলাম ও নাসীরউদ্দীন পাটোয়ারী শোকজের জবাব দিল এনসিপি
যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন : প্রধান উপদেষ্টা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কোকোর নামে আপত্তিকর মন্তব্য নিয়ে আমির হামজার দুঃখ প্রকাশ
ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকরা নির্বাচনের সুযোগ পেলে রাজপথে নামার হুঁশিয়ারি এনসিপির
চীনের সম্মতি পেলেই শুরু হবে তিস্তা মহাপরিকল্পনার কাজ: সৈয়দা রিজওয়ানা
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি জসিম উদ্দিনের মৃত্যু
ওসমানী হাসপাতালে হামলা, ইন্টার্নদের কর্মবিরতি
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft