মঙ্গলবার ৬ জানুয়ারি ২০২৬
জুলাই শহীদদের কবর জিয়ারত এনসিপি ঢাকা দক্ষিণ কমিটি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬, ১১:০১ পিএম
জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানের রাজধানীর আজিমপুর কবরস্থানে শহীদদের কবর জিয়ারত ও ফুলেল শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর দক্ষিণের নবগঠিত আহ্বায়ক কমিটি।

রোববার (৪ জানুয়ারি) আজিমপুর কবরস্থানে জুলাই শহীদদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারতের মাধ্যমে কার্যক্রম শুরু করেন সংগঠনটির নেতারা। 

এ সময় উপস্থিত ছিলেন এনসিপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আলাউদ্দিন মোহাম্মদ, সদস্য সচিব ইঞ্জিনিয়ার এস এম শাহরিয়ার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হুমায়রা নুর, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আসাদ বিন রনি প্রমুখ। এছাড়াও ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মোনাজাত অনুষ্ঠানে ঢাকা মহানগর দক্ষিণকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন নেতাকর্মীরা।

কবর জিয়ারত শেষে এনসিপি ঢাকা মহানগর দক্ষিণের নবগঠিত কমিটির নেতারা বলেন, জুলাই অভ্যুত্থানের শহীদ ও তারুণ্যের স্বপ্ন গণতান্ত্রিক ছাত্রসংসদের ভিত্তি। আমাদের শহীদি ভাই ও সহযোদ্ধারা কাঁধে কাঁধ মিলিয়ে হাসিনার পতন ঘটিয়েছে। একটি গণঅভ্যুত্থানের দুটি শর্ত থাকে বিদ্যমান ব্যবস্থা উপড়ে ফেলা এবং নতুন বন্দোবস্ত হাজির করা। আমরা প্রথম দায়িত্ব পালন করেছি। এখন আমাদের দায়িত্ব হলো নতুন বন্দোবস্ত হাজির করা। ক্যাম্পাসে লেজুড়বৃত্তি, দাসত্বের যে সংস্কৃতি ছিল, সে জিম্মি করে রাখার সংস্কৃতি উপড়ে নতুন ব্যবস্থা হাজির করতে চাই। ছাত্রদের ব্যবহার করে যেভাবে শিক্ষার্থীদের জিম্মি করে রাখা হয়, তা আমরা উপড়ে ফেলতে চাই।


আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
রাজধানীতে গ্যাসের তীব্র সংকট, বিপাকে নগরবাসী
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট প্রাসাদের কাছে আবারও গোলাগুলি
ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন দেলসি রদ্রিগেজ
রাজশাহীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি
জকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
চান্দিনায় ট্রাক চাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু
ডিমলায় নদী থেকে অবৈধ বালু উত্তোলন, মোবাইল কোর্টের জরিমানা
গুমের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য ছিল, চূড়ান্ত প্রতিবেদনে কমিশন
আইপিএলের সব খেলা সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ
যুক্তরাষ্ট্রে অর্ধেকের বেশি বাংলাদেশি সরকারি সহায়তা নেয়: ট্রাম্প
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft