ঢাকার মৌচাক ফ্লাইওভারে সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন মারা গেছেন।
বৃহস্পতিবার ভোর পৌনে ৫টার দিকে মৌচাক ফরচুন মার্কেট সংলগ্ন ফ্লাইওভারটির ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে বলে জানান রমনা থানার এসআই সুশান্ত কুমার খান।
তার ভাষ্য, বাইকটি মগবাজার ওয়ারলেসের দিক থেকে উঠে রাজারবাগের দিকে যাচ্ছিল। আর অটোরিকশাটি শান্তিনগরের দিক থেকে মালিবাগ আবুল হোটেলের দিকে যাচ্ছিল।
ফ্লাইওভারের ক্রসিংয়ে সংঘর্ষে অটোরিকশা চালক নয়ন তালুকদার (৭০) ও মোটরসাইকেল চালক ইয়াসিন আরাফাত আশিক (২১) গুরুতর আহত হন।
পরে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান এসআই সুশান্ত।
নয়ন তালুকদারের বাড়ি টাঙ্গাইলের কালিহাতী উপজেলায়, তিনি যাত্রাবাড়ীর ধলপুরে থাকতেন। আর নিহত ইয়াসিনের বাসা মুগদা এলাকায়।
আজকালের খবর/ এমকে