বুধবার ৭ জানুয়ারি ২০২৬
কানাডার বিজ্ঞপনচিত্রে অধরা খান
আনন্দমেলা প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ৭:০২ পিএম
দেশে মুক্তির অপেক্ষায় রয়েছে দুই চলচ্চিত্র। সিনেমা দুটি হচ্ছে সৈয়দ ওয়াহিদুজ্জামান ডায়মন্ডের ‘দখিন দুয়ার’ ও জাহিদ হোসেনের ‘ঋতুকামিনী’। ইতিমধ্যে দুটি সিনেমার ডাবিংও শেষ করেছেন। আর এ দুটো সিনেমায় অভিনয় করেছেন এ মুহুর্তে কানাডায় অবস্থানরত চিত্রনায়িকা অধরা খান। পাশাপাশি সেখানেও যুক্ত হয়েছেন চলচ্চিত্র ইন্ডাস্ট্রির সঙ্গে। কাজ করছেন বিজ্ঞাপনে।

বেশকিছু বিজ্ঞাপনে এরই মধ্যে কাজ করেছেন। সর্বশেষ বছরের শেষ ভাগে করেছেন একটি ওয়াটার পিউরিফায়ারের বিজ্ঞাপন। একই সঙ্গে যুক্ত হয়েছেন আরো কয়েকটি বিজ্ঞাপনে। যেসবের শুটিং শুরু হবে এই জানুয়ারিতেই। যুক্ত হয়েছেন ‘ফোর্টি এইট আওয়ার্স’ নামের একটি প্রোজেক্টের সঙ্গেও।

এ বিষয়ে টরেন্টো থেকে অধরা বললেন, ‘গত বছরের শেষভাগে বেশ ব্যস্ততার সঙ্গে কেটেছে। আরো বেশ কয়েকটি বিজ্ঞাপনে যুক্ত হয়েছি। যেসবের কাজ শুরু হবে আগামী ১২ জানুয়ারি থেকে। এছাড়াও এখানে আমি ফোর্টি এইট আওয়ার্স নামের একটি প্রোজেক্টের সঙ্গে যুক্ত হয়েছি।

যেখানে ৪৮ ঘণ্টায় একটি স্বল্পদৈর্ঘ্যের কাহিনি লেখা থেকে শুরু করে সম্পূর্ন কাজ শেষ হয় ৪৮ ঘণ্টায়। আমি মনে করি আমার চলচ্চিত্র ক্যারিয়ার এতে শক্তপোক্ত হবে।’

এদিকে দেশীয় চলচ্চিত্র দুটি মুক্তির অপেক্ষায় থাকলেও নতুন তিনটি চলচ্চিত্রের কাজ শুরু করতে যাচ্ছেন। এরমধ্যে একটি মোটামুটি চূড়ান্ত। এর শুটিং হবে ইউরোপে।এ বিষয়ে অধরা বললেন, ‘তিনটি চলচ্চিত্রের মধ্যে একটির শুটিং শুরু হবে। আমার সহশিল্পী কে হবে, বা চলচ্চিত্রের বিস্তারিত এখনই বলছি না। তবে চূড়ান্ত হয়েছে এটা বলতে পারি। শিগগিরই দেশে ফিরবো।’

অনেকদিন ধরেই দেশের বাইরে, কেন? এ বিষয়ে নায়িকা বললেন,  ‘দেখেন দেশে যাওয়াটা আমার কাছে তো কঠিন কিছু না। আমি তো প্রস্তুত হয়েই আছি। কিন্তু ইন্ডাস্ট্রিতে এখন কাজ কম। ফলে আমার মনে হচ্ছে নিজেকে একটু ঝালিয়ে নিই। কানাডায় এসে চলচ্চিত্র সংশ্লিষ্ট কাজেই নিজেকে নিয়োজিত রেখেছি। কিভাবে নিজেকে আরো ভালো শিল্পী হিসেবে তৈরি করা যায়- এমন কাজে যুক্ত হয়েছি। যেটা আশা করেছিলাম, তারেচেয়েও ভালো সুযোগ পেয়েছি।’

আজকালের খবর/আতে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
জকসুর ২৩ কেন্দ্রের ফল ঘোষণা, হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস
বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি, জেএফ–১৭ যুদ্ধবিমান বিক্রিতে নজর পাকিস্তানের
দেশের ৩৫ জেলায় শনাক্ত নিপাহ ভাইরাস, আইইডিসিআরের সতর্কবার্তা
শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরদিন লিপিবদ্ধ থাকবে : প্রধান উপদেষ্টা
হলফনামায় গরমিল নিয়ে সারজিসের ব্যাখ্যা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিপিএলের উপস্থাপনা প্যানেল থেকে বাদ ভারতীয় উপস্থাপিকা
ব্রাহ্মণবাড়িয়ায় রেডক্রিসেন্ট সোসাইটির কম্বল বিতরণ
সাতক্ষীরায় পশুর স্বাস্থ্য সুরক্ষায় খামারিদের নিয়ে উঠান বৈঠক
ভেনেজুয়েলার পর ট্রাম্পের নজর যে ৫ দেশ ও অঞ্চল ওপর
নির্বাচন নিয়ে সন্দেহ ছড়ানোদের নজরদারিতে রেখেছে সরকার: প্রেস সচিব
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft