প্রকাশ: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ৭:০৮ পিএম

এ প্রজন্মের দর্শকপ্রিয় চিত্রনায়িকা ইরা নিয়মিত কাজের মাধ্যমে বেশ পরিচিত মুখ হয়ে উঠেছেন শোবিজ অঙ্গনে। অভিনয়ের পাশাপাশি মিউজিক ভিডিওতেও সমানভাবে দর্শকের নজর কাড়ছেন এই আবেদনময়ী। সেই ধারাবাহিকতায় সম্প্রতি প্রকাশ পেয়েছে তার অভিনীত নতুন মিউজিক ভিডিও ‘তুমি ফিরে এসো’। দৃশ্যের পরতে পরতে আবেদনের ছড়াছড়ি। এতে শীতের অবগাহনে উত্তাপ ছড়াচ্ছেন ইরা। আর তাতে হাড় কাঁপানো শীতে শিঁড়দার বেয়ে ঘাম ঝড়ছে দর্শকের!
রোমান্টিক ঘরানার এই গানটির কথা ও সুর করেছেন আসিফ। সংগীত আয়োজন করেছেন এ আর এন্ড রয়, আর কণ্ঠে গানটি গেয়েছেন সুফিয়ান পরশ। মিউজিক ভিডিওতে ইরার বিপরীতে মডেল হিসেবেও দেখা গেছে সুফিয়ান পরশকেই। প্রেম, প্রতিশ্রুতি আর অপেক্ষার আবেশে নির্মিত গল্পভিত্তিক ভিডিওটি ইতোমধ্যেই দর্শকের আগ্রহ তৈরি করেছে।
গানটি নিয়ে ইরা বলেন, ‘তুমি ফিরে এসো’ একটি অসাধারণ রোমান্টিক গান। গল্পভিত্তিক এই ভিডিওতে প্রেম ও অপেক্ষার অনুভূতি খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। সুফিয়ান পরশের কণ্ঠ আর সুর—সব মিলিয়ে কাজটি দারুণ হয়েছে। দর্শকদের পছন্দকে গুরুত্ব দিয়েই ভিডিওটি নির্মাণ করা হয়েছে।
নির্মাতা সোহেল খান জানান, সুফিয়ান পরশের গাওয়া গানটি যেমন শক্তিশালী, তেমনি ভিডিওতে ইরা ও সুফিয়ানের রসায়নও চোখে পড়ার মতো। বর্তমান সময়ের দর্শকদের রুচি মাথায় রেখেই ভিডিওটি নির্মাণ করেছি। আশা করছি সবাই উপভোগ করবেন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) এস টুন মিউজিক ইউটিউব চ্যানেলে গানটির মিউজিক ভিডিওটি প্রকাশ পেয়েছে।
উল্লেখ্য, ইরা অভিনীত মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রের মধ্যে রয়েছে— ‘কন্যা’, ‘পুড়ে যায় মন’, ‘মিলন সেতু’, ‘বেগমজান’, ‘টোকাই’ ও ‘ময়নার শেষ কথা’। মুক্তির অপেক্ষায় আছে ‘অন্তরে আছো তুমি’। এছাড়া সেন্সরে যাচ্ছে ‘ভালোবাসি তোমায়’ ও ‘লগআউট’। বর্তমানে তিনি সরকারি অনুদানের দুটি সিনেমা ‘দেনা পাওনা’ ও ‘বন্ধু তুই আমার’ এর কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।
চলচ্চিত্রের পাশাপাশি অর্ধশতাধিক নাটক, কয়েকটি বিজ্ঞাপনচিত্র এবং প্রায় ২০টি মিউজিক ভিডিওতে কাজ করে নিজেকে বহুমাত্রিক অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন ইরা।
আজকালের খবর/আতে