প্রকাশ: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ৪:৪২ পিএম

জনপ্রিয় সংগীতশিল্পী তৌসিফ আহমেদ স্ট্রোক করেছেন। গত ২৯ ডিসেম্বর নিজ বাসায় জ্ঞান হারিয়ে ফ্লোরে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পেয়েছেন এই গায়ক। আঘাতে প্রচণ্ড রক্তক্ষরণ হয়েছে এবং মাথায় ২৭টি সেলাই দিতে হয়েছে।
চিকিৎসকরা পরীক্ষা করে জানতে পারেন তৌসিফ আহমেদ স্ট্রোক করেছেন। তিনদিন হাসপাতালে চিকিৎসা নিয়ে বৃহস্পতিবার বাসায় ফিরেছেন তিনি।
তৌসিফ আহমেদ বলেন, গত ২৯ ডিসেম্বর হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যাই। তখন মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছি। অনেক রক্ত বের হয়েছে।
মাথায় ২৭টি সেলাই লেগেছে। প্রথমে ধানমন্ডির সিটি হাসপাতালে এরপর ইবনে সিনা হাসপাতালে আমাকে ভর্তি করা হয়। আগের চেয়ে একটু ভালো অনুভব করায় গতকাল বাসায় ফিরেছি।
তিনি বলেন, আলহামদুলিল্লাহ, এখন আগের চেয়ে ভালো আছি, তবে অনেক পরীক্ষা-নিরীক্ষা করতে হবে। সবাই আমার জন্য দোয়া করবেন।
২০২২ সালের এপ্রিলে হার্ট অ্যাটাক হয়েছিল তৌসিফের। এরপর ২০২৪ সালের অক্টোবরে দ্বিতীয়বার হার্ট অ্যাটাক করেছিলেন তিনি। এরপর থেকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী বাসাতেই বিশ্রামে রয়েছেন এই গায়ক।
সুস্থ হয়ে আবারও গানে ফিরতে চান তৌসিফ। তিনি বলেন, এভাবে কতদিন ঘর বন্দি থাকা যায়? কয়েক বছর ধরে শারীরিক অবস্থা ভালো না। কোথাও যেতে পারছি না। বাসায় থেকে তো নতুন গান করা যাবে না। গান করতে হলে সংগীত জগতে যেতে হবে। গান ছাড়া আমি ভালো নেই।
তৌসিফের প্রথম একক অ্যালবাম ‘অভিপ্রায়’ প্রকাশিত হয় ২০০৭ সালে। ‘দূরে কোথাও আছি বসে’, ‘বৃষ্টি ঝরে যায়’, ‘এ মনের আঙিনায়’, ‘জান পাখি’সহ অসংখ্য জনপ্রিয় গান রয়েছে তার।
আজকালের খবর/আতে