প্রকাশ: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ৬:৫৭ পিএম

আলি জুলফিকার জাহেদীর পরিচালনায় নির্মাণ হচ্ছে বিশেষ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রক্তছায়া’। ইতিমধ্যে শুটিং এগিয়ে চলছে। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন কান চলচ্চিত্র উৎসবকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে বলে জানিয়েছেন নির্মাতা।
গল্প সম্পর্কে তিনি জানান, মূলত নারীর প্রতি বৈষম্যকে সাবজেক্ট করে গল্পটি এগিয়েছে। এখানে আমরা নারীর শক্তি, বুদ্ধিমত্তাকে তুলে ধরার চেষ্টা করবো। আর এজন্য আমাকে একজন শক্তিমান গুণী অভিনয় শিল্পীর প্রয়োজন ছিলো। স্বল্পদৈর্ঘে রুনা খানকে আমি বেছে নিয়েছি। তার অভিনয় দক্ষতা, পরিমিতিবোধে আমি দারুনভাবে প্রভাবিত। আশা করছি স্বল্পদৈর্ঘে আমি তাকে যথাযথভাবে তুলে ধরতো পারবো।
জাহেদী আরো জানান, স্বল্পদৈর্ঘে রুনা খান ছাড়াও চিত্রনায়ক আমান রেজা অভিনয় করেছেন। গল্প দু’জনকেই পুলিশ চরিত্রে দেখা যাবে। আদ্রিয়ান প্রোডাকশন প্রযোজনায় নির্মিত চলচ্চিত্রটিতে অন্যান্য অভিনয় শিল্পীরা হলেন নকশী তাবাচ্ছুম, তরশাসহ আরও বেশ কয়েকজন প্রতিভাবান অভিনয়শিল্পী।
আজকালের খবর/আতে