প্রকাশ: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ২:২২ পিএম

সম্প্রতি উত্তরায় জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো সোহানা ইন্টারন্যাশনাল বিজনেস অ্যাওয়ার্ড ২০২৫। বর্ণিল এই আয়োজনে টেলিভিশন ও চলচ্চিত্র অঙ্গনে অবদানের স্বীকৃতি হিসেবে সেরা হিসেবে সম্মাননা লাভ করেন এই প্রজন্মের অভিনেত্রী আঁখি চৌধুরী।
সম্মাননা গ্রহণের সময় আখি চৌধুরী তার অনুভূতি প্রকাশ করে বলেন, এই পুরস্কার তার কাজের প্রতি দায়িত্ববোধ আরও বাড়িয়ে দেবে।
ক্যারিয়ারের উল্লেখযোগ্য দিক হিসেবে আখি চৌধুরী অভিনীত সিনেমা ‘রুখে দাঁড়াও’ ইতোমধ্যে দর্শকের সামনে এসেছে। সিনেমাটি পরিচালনা করেছেন সুকুমার চন্দ্র দাশ, কাহিনি-সংলাপ ও গীত রচনা করেছেন দেবাশীষ সরকার। মোহনা মুভিজ প্রোডাকশন হাউস প্রযোজিত এই সিনেমাটি ২০২৪ সালে মুক্তি পায় এবং এতে তাঁর অভিনয় প্রশংসিত হয়।
এছাড়াও তিনি শাপলা মিডিয়া ব্যানারে আরও দুটি সিনেমায় কাজ করেছেন। এর মধ্যে একটি সিনেমার নাম ‘প্রেমের কবিতা’, যার পরিচালক রিয়াজুল রিজু। পাশাপাশি আরও দুটি সিনেমা বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে।
ছোট পর্দায়ও আঁখি চৌধুরীর ব্যস্ততা চোখে পড়ার মতো। এ পর্যন্ত তিনি ৩০০-এর বেশি নাটকে অভিনয় করেছেন, যা বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও ইউটিউব প্ল্যাটফর্মে প্রচারিত হয়েছে। নাটকের পাশাপাশি তিনি টিভিসি, ওভিসি ও মিউজিক্যাল ফিল্মেও নিয়মিত কাজ করে যাচ্ছেন।
বর্তমানে তিনি মূলত সিঙ্গেল ড্রামা নিয়েই বেশি ব্যস্ত সময় পার করছেন। অভিনয়ের সাবলীলতা ও পর্দায় স্বাভাবিক উপস্থিতির কারণে অল্প সময়েই তিনি দর্শকের কাছে পরিচিত মুখ হয়ে উঠেছেন।
তার অভিনীত জনপ্রিয় নাটকগুলোর মধ্যে রয়েছে ‘বয়রা শ্বশুর’, ‘আবার নতুন বউ’, ‘গরিব বউ’, ‘বড়লোকের দুষ্ট মেয়ে’, ‘হানি কাপল’, ‘গিটু ভাই’ এছাড়াও রয়েছে শতাধিক নাটক, যা দর্শকের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
আজকালের খবর/আতে