প্রকাশ: শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ১:৫৫ পিএম				
				
			 
					
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতিমণ্ডলীর সদস্য মুজাহিদুল ইসলাম সেলিম মন্তব্য করেছেন যে রাষ্ট্রপতির বাসভবন—বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি নামিয়ে দেওয়াটা ‘খুব অন্যায় কাজ’ হয়েছে।
ঢাকার তোপখানা রোডে বিএমএ মিলনায়তনে ‘প্রান্তিক জনগোষ্ঠীর রাজনৈতিক সম্মেলনে’ অংশ নিয়ে শুক্রবার তিনি এই মন্তব্য করেন।
সিপিবি নেতা সেলিম বলেন, মুজিবের ছবি বঙ্গভবন থেকে নামিয়ে দিয়েছে। খুব অন্যায় কাজ করেছে। তবে তিনি আরও দাবি করেন, মুজিবের ছবি যেমন থাকবে, ঠিক তেমনি পাশে ভাসানীর ছবি, কর্নেল তাহেরের ছবি এবং মণি সিংহের ছবিও রাখতে হবে।
তিনি বর্তমান সরকারকে উদ্দেশ্য করে সতর্ক করেন যে এই সরকারকে অবিলম্বে সমস্ত দলীয় সংযোগ ছিন্ন করে নিরপেক্ষ সরকারের মতো আচরণ করতে হবে।
সেলিম মনে করেন, তা না হলে এই সরকারের অধীনে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হবে না, যা ‘সব জনগণই বোঝে’।
বৈষম্য দূর না হওয়ার বিষয়ে কঠোর সমালোচনা করে মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, গণ-অভ্যুত্থান বৈষম্যবিরোধী হলেও দেড় বছর পার হওয়ার পরও বৈষম্য দূর হয়নি।
তিনি সরাসরি ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকারকে প্রশ্ন করেন, দেড় বছর পার হয়ে যাচ্ছে, বৈষম্য দূর করেছেন?
সেলিম দাবি করেন, দেশে ‘এক ইঞ্চি বৈষম্য দূর হয়নি’, বরং নানা ক্ষেত্রে বৈষম্য থাকলেও অর্থনৈতিক বৈষম্যই প্রধান সমস্যা হিসেবে বহাল রয়েছে।
তিনি বলেন, হিসাব অনুযায়ী ইউনূস সাহেব ক্ষমতায় আসার পর দরিদ্র মানুষের সংখ্যা আরো বেড়েছে। তিনি সতর্ক করে বলেন, দেশে যদি শোষণ আর বৈষম্য বহাল থাকে এবং গরিবের সম্পদ খালি বড়োলোকের কাছে যেতে থাকে, তাহলে শোষণ আর বৈষম্য কমবে না।
আজকালের খবর/বিএস