মঙ্গলবার ৪ নভেম্বর ২০২৫
প্রার্থী চূড়ান্ত করতে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫, ২:০৬ পিএম
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন, যেখানে সংসদ নির্বাচনের বড় অংশের প্রার্থী চূড়ান্ত হতে পারে।

সোমবার বেলা ১২টা ১০ মিনিটে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়েছে জানিয়ে মিডিয়া সেল বলছে, বৈঠকের পর বিকাল ৩টায় সংবাদ সম্মেলন করা হবে।

দলের স্থায়ী কমিটির একাধিক সদস্য জানান, বৈঠকে দল ও জোটগতভাবে একক প্রার্থী চূড়ান্তকরণের বিষয়টি থাকবে।

গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠকে স্থায়ী কমিটির সদস্যরা সশরীরে উপস্থিত থাকবেন। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করবেন তারেক রহমান।

এদিকে বিভাগওয়ারী সাংগঠনিক সম্পাদকদের দুপুরেই গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে।

প্রবাসে থাকা বিএনপির নেতাকর্মীদের প্রাথমিক সদস্যপদ নবায়ন ও নতুন সদস্যপদ গ্রহণ কর্মসূচির অংশ হিসেবে দলের ওয়েবসাইটে অনলাইন পেমেন্ট গেটওয়ে চালু করা হয় রোববার রাতে। এ উপলক্ষে রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে যুক্ত হয়ে তারেক রহমান শিগগিরই দলীয় প্রার্থীদের নাম প্রকাশের ঘোষণা দেন।

তিনি বলেন, “শিগগিরই পর্যায়ক্রমে বিভিন্ন আসনে বিএনপির মনোনীত দলীয় প্রার্থীদের নাম আমরা জানিয়ে দিব দলের পক্ষ থেকে। দল যাকে যে আসনে নমিনেশন দেবে বা দেয়, অনুগ্রহপূর্বক তাকে বিজয়ী করে আনার জন্য ঐক্যবদ্ধভাবে প্রত্যেকে বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তিতে বিশ্বাসী প্রতিটি মানুষ দয়া করে কাজ করবেন।”

গত দুই সপ্তাহ ধরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিভিন্ন বিভাগের প্রার্থীদের ডেকে কথা বলেছেন তারেক রহমান। তিনি প্রার্থীদের বলেছেন, দল সবকিছু বিবেচনা করে যাকেই মনোনীত করবে, তার পক্ষে সবাইকে কাজ করতে হবে।

প্রথম দফায় ’শ দুয়েক আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হতে পারে বলে বিএনপির একাধিক নেতা জানিয়েছেন। সম্প্রতি দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, নভেম্বরের প্রথম দিকে প্রায় দুইশ আসনে প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
মেহেরপুরের গাংনীতে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে সড়কে বিক্ষোভ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
জোট করলেও নিজ দলের প্রতীকে নির্বাচন করতে হবে
বিএনপির প্রার্থী তালিকায় হেভিওয়েটসহ যাদের নাম নেই
স্বামী বিএনপির মনোনয়ন না পাওয়ায় কাঁদলেন স্ত্রী
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সংসদ নির্বাচন: ২৩৭ আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
ঢাকায় পার্থর সঙ্গে এমপি পদে লড়বেন হিরো আলম
প্রার্থীদের পক্ষে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে তারেক রহমানের আহ্বান
আজ জেলহত্যা দিবস
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft