প্রকাশ: রবিবার, ২ নভেম্বর, ২০২৫, ৭:৪১ পিএম				
				
			 
					
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি বগুড়া-১ বিএনপির সর্বশেষ এম পি প্রার্থী, সোনাতলা উপজেলা বিএনপির সভাপতি এ কে এম আহসানুল তৈয়ব জাকিরের নির্দেশে সোনাতলা পৌরসভার প্রধান প্রধান রাস্তায় গণমিছিল ও লিফলেট বিতরণ করা হয়েছে।
রবিবার  (২ নভেম্বর) বিকেলে পৌর বিএনপির উদ্যোগে ৩১ দফা লিফলেট বিতরণকালে ধানের শীষের পক্ষে নেতাকর্মীরা দলীয় অফিস হতে মিছিল নিয়ে ঘোড়াপীর মোড়ে গিয়ে শেষ করা হয়।
মিছিল শেষে  পৌর বিএনপির সভাপতি আবু নাসের ওয়াহেদ নোবেলের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
সদর ইউনিয়ন বিএনপি সভাপতি জাকির হোসেন রুবেলের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এ কে এম আহসানুল হাবিব রাজা,  উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব রতন,  পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম রাজ্জাক, পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা বাবলা, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মো. পাভেল আহমেদ, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক মো. মাহমুদুর রহমান রনি, উপজেলা ছাত্রদলের সভাপতি মো. সাজ্জাদুর রহমান চাঁদ, সাধারণ সম্পাদক মো. জরিফুল ইসলাম , উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ আব্দুল ওহাব হক,  সদস্য সচিব মো. রাজু আহমেদ, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক শফিকুল ইসলাম, সদস্য সচিব মিজানুর রহমান বাবু, যুবদল সদস্য  জিয়াউল হক সাগর, পৌর সেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক তোহাদ্দেত হোসেন বাবুলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
পথসভায় এ কে এম আহসানুল হাবিব রাজা বলেন, নির্বাচন যতই সন্নিকটে আসছে একটি চক্র নির্বাচন বানচাল করার জন্য উঠেপড়ে লেগেছে। নির্বাচন যাতে সঠিক সময়ে না হয়, ভনন্ডুল হয়ে যায় সেজন্য বিদেশি শক্তির পাশাপাশি ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতৃবৃন্দও পেছনে লেগে আছে। গণভোট নভেম্বরে করার জন্য যারা দাবি তুলছেন এই দাবির মধ্যে অশুভ শক্তির ইঙ্গিত রয়েছে। যারা নির্বাচন ভন্ডুল করার চেষ্টা করবে বাংলার মানুষ তাদের ক্ষমা করবে না।
নির্বাচন ভন্ডুলের যে কোন অপচেষ্টা রুখে দেওয়ার জন্য সবাইকে সজাগ থাকতে হবে বলেও আহ্বান জানান তিনি। 
আজকালের খবর/বিএস