মঙ্গলবার ৪ নভেম্বর ২০২৫
সোনাতলায় আহসানুল তৈয়ব জাকিরের নির্দেশে ৩১ দফার লিফলেট বিতরণ
সোনাতলা (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২ নভেম্বর, ২০২৫, ৭:৪১ পিএম
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি বগুড়া-১ বিএনপির সর্বশেষ এম পি প্রার্থী, সোনাতলা উপজেলা বিএনপির সভাপতি এ কে এম আহসানুল তৈয়ব জাকিরের নির্দেশে সোনাতলা পৌরসভার প্রধান প্রধান রাস্তায় গণমিছিল ও লিফলেট বিতরণ করা হয়েছে।

রবিবার  (২ নভেম্বর) বিকেলে পৌর বিএনপির উদ্যোগে ৩১ দফা লিফলেট বিতরণকালে ধানের শীষের পক্ষে নেতাকর্মীরা দলীয় অফিস হতে মিছিল নিয়ে ঘোড়াপীর মোড়ে গিয়ে শেষ করা হয়।

মিছিল শেষে  পৌর বিএনপির সভাপতি আবু নাসের ওয়াহেদ নোবেলের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

সদর ইউনিয়ন বিএনপি সভাপতি জাকির হোসেন রুবেলের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এ কে এম আহসানুল হাবিব রাজা,  উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব রতন,  পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম রাজ্জাক, পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা বাবলা, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মো. পাভেল আহমেদ, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক মো. মাহমুদুর রহমান রনি, উপজেলা ছাত্রদলের সভাপতি মো. সাজ্জাদুর রহমান চাঁদ, সাধারণ সম্পাদক মো. জরিফুল ইসলাম , উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ আব্দুল ওহাব হক,  সদস্য সচিব মো. রাজু আহমেদ, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক শফিকুল ইসলাম, সদস্য সচিব মিজানুর রহমান বাবু, যুবদল সদস্য  জিয়াউল হক সাগর, পৌর সেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক তোহাদ্দেত হোসেন বাবুলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

পথসভায় এ কে এম আহসানুল হাবিব রাজা বলেন, নির্বাচন যতই সন্নিকটে আসছে একটি চক্র নির্বাচন বানচাল করার জন্য উঠেপড়ে লেগেছে। নির্বাচন যাতে সঠিক সময়ে না হয়, ভনন্ডুল হয়ে যায় সেজন্য বিদেশি শক্তির পাশাপাশি ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতৃবৃন্দও পেছনে লেগে আছে। গণভোট নভেম্বরে করার জন্য যারা দাবি তুলছেন এই দাবির মধ্যে অশুভ শক্তির ইঙ্গিত রয়েছে। যারা নির্বাচন ভন্ডুল করার চেষ্টা করবে বাংলার মানুষ তাদের ক্ষমা করবে না।

নির্বাচন ভন্ডুলের যে কোন অপচেষ্টা রুখে দেওয়ার জন্য সবাইকে সজাগ থাকতে হবে বলেও আহ্বান জানান তিনি। 

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
মেহেরপুরের গাংনীতে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে সড়কে বিক্ষোভ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
জোট করলেও নিজ দলের প্রতীকে নির্বাচন করতে হবে
বিএনপির প্রার্থী তালিকায় হেভিওয়েটসহ যাদের নাম নেই
স্বামী বিএনপির মনোনয়ন না পাওয়ায় কাঁদলেন স্ত্রী
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সংসদ নির্বাচন: ২৩৭ আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
ঢাকায় পার্থর সঙ্গে এমপি পদে লড়বেন হিরো আলম
প্রার্থীদের পক্ষে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে তারেক রহমানের আহ্বান
আজ জেলহত্যা দিবস
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft