শনিবার ১ নভেম্বর ২০২৫
ড. ফয়েজকে ধানের শীষ প্রতীক দিয়ে বরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫, ১১:৫৫ পিএম
সিলেট-৩ আসন থেকে বিএনপির সম্ভাব্য প্রার্থী ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিনকে ধানের শীষ প্রতীক দিয়ে অভ্যর্থনা জানিয়েছেন জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুল করিম মজুমদার।

শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৭টায় নয়াপল্টনের হোটেল ক্যাপিটালে ড. ফয়েজকে এই সংবর্ধনা দেওয়া হয়। এসময় দ্য ফিন্যান্স টুডের নির্বাহী সম্পাদক শাহীন আবদুল বারী ও সিনিয়র সাংবাদিক গোলাম মোস্তফা কাজলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

শ্রমিক দল নেতা মোস্তফিজুল করিম মজুমদার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আমাদের প্রাণপ্রিয় নেতা ড. ফয়েজ উদ্দিনের হাতে ধানের শীষ প্রতীক তুলে দিয়ে তাকে বরণ করে নিলাম। আসন্ন নির্বাচনে বিএনপি যেন বিপুল ভোটে আসতে পারে সেজন্য সকলের সহযোগিতা দরকার।

তিনি আরো বলেন, ড. ফয়েজ উদ্দিন দেশের জন্য নিবেদিত একজন মানুষ। আন্তর্জাতিক অঙ্গনে তার যে খ্যাতি রয়েছে তা বাংলাদেশের মানুষের জন্য গর্বের বিষয়। তার পরিকল্পনা যদি বিএনপি বাস্তবায়ন করে তাহলে প্রতিটি সেক্টরে সুফল বয়ে আসবে।

সাংবাদিক নেতা শাহীন আবদুল বারী বলেন, ড. ফয়েজ উদ্দিনের মতো মেধাবী মানুষকে বিএনপি সিলেট-৩ আসন থেকে মনোনয়ন দিলে দল একজন আন্তর্জাতিক মানের নেতা পাবে। তার মেধা, প্রজ্ঞা এবং উচ্চশিক্ষার মান অবশ্যই দেশ গঠনে এক অনন্য নিদর্শন রাখবে। বিএনপির মিডিয়া সেলকে আরো শক্তিশালী করার পরামর্শ দেন তিনি।

প্রধান অতিথি ড. ফয়েজ উদ্দিন বলেন, দেশ গঠনে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করতে হবে। তারেক রহমান শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও যোগাযোগ ব্যবস্থা নিয়ে বৃহৎ পরিকল্পনা করেছেন। বিএনপি ক্ষমতায় আসলে উনার সুদূরপ্রসারী পরিকল্পনা বাস্তবায়ন করা হবে ইনশাআল্লাহ।

আজকালের খবর/এসআই








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
ড. ফয়েজকে ধানের শীষ প্রতীক দিয়ে বরণ
‘রবীন্দ্র নজরুল বাংলা গান সন্ধ্যা’ অনুষ্ঠিত
চীনের ‘এক দেশ, দুই ব্যবস্থা’ প্রত্যাখ্যান তাইওয়ানের
নিজ বাড়িতে আওয়ামী লীগ নেতা খুন
শাহজালালের দৌড়-ঝাপেই বিপাকে খিলগাঁও পূবালী শপিং সেন্টারের ব্যবসায়ীরা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
‘নতুন কুঁড়ি’ রবীন্দ্রসংগীতে ১ম স্থান অর্জনকারী প্রিয়ন্তীকে জহির উদ্দিন স্বপনের অভিনন্দন
ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পর্শে মহিলা মাদরাসার ৭ শিক্ষার্থী দ্বগ্ধ
ফেব্রুয়ারিতে নির্বাচন, এসএসসির সময়সূচির বিষয়ে সতর্ক করলো ইসি
টোয়াবের আয়োজনে তিন দিনের পর্যটন মেলা শুরু
গাজায় আবারও ব্যাপক বিমান ও কামান হামলা চালিয়েছে ইসরায়েল
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft