সোমবার ২৭ অক্টোবর ২০২৫
মির্জাখীল দরবার শরীফের পীরের ইন্তেকাল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ৯:৩৭ এএম
মির্জাখীল দরবার শরীফের সাজ্জাদানশীন হযরত শাহ জাঁহাগীর তাজুল আরেফীন মৌলানা সৈয়দ  মোহাম্মদ আরেফুল হাই সাহেবে গত ২৪ অক্টোবর, ২০২৫ ইং শেষ নিস্বাস ত্যাগ করেন।  
তার ওফাতের মাধ্যমে  তরিকতের এক গৌরবময় যুগের অবসান ঘটলো। তিনি এমন এক আধ্যাত্মিক ব্যক্তিত্ব, যিনি ইসলামের মর্মবাণীকে শুধু কথায় নয়, কর্মে ও মানবসেবায় রুপদান করেছিলেন।

২৫ অক্টোবর চট্টগ্রামের সাতকানিয়া মির্জাখীল দরবার শরীফ প্রাঙ্গণে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়  যা পরিচালনা করেন তাঁর সুযোগ্য পুত্র ও উত্তরসূরি হযরত ড. মৌলানা সৈয়দ মোহাম্মদ মাকসুদুর রহমান।

দুই শতাব্দীরও অধিককাল ধরে মির্জাখীল দরবার শরীফ কুরআন, সুন্নাহ ও শরীয়াত ও তরিকতভিত্তিক মানবসেবার প্রধান মারকাজ হিসেবে সুপরিচিত। তিনি নিরলসভাবে কাজ করেছেন নিপীড়িত মানুষের মুক্তি, অশিক্ষিতের শিক্ষালাভ এবং আশ্রয়হীন মানুষের জন্য নিরাপত্তা নিশ্চিত করতে।
তাঁর নেতৃত্বে গড়ে উঠেছে অসংখ্য মানবিক উদ্যোগ - বিদ্যালয়, হাসপাতাল, সেচব্যবস্থা, সড়ক ও জনকল্যাণমূলক প্রকল্প-যেগুলো  লক্ষ লক্ষ মানুষের জীবনে আলো ছড়িয়েছে।

তাঁর নেতৃত্বের মূলে ছিল নিঃস্বার্থ সেবা, করুণা ও মানবতার প্রতি ভালোবাসা। তিনি বিশ্বাস করতেন, আল্লাহর প্রতি ভক্তি তখনই পূর্ণ হয়, যখন তা সৃষ্টি জগতের সেবার মাধ্যমে প্রকাশ পায়। শিক্ষা, স্বাস্থ্য ও গ্রামীণ উন্নয়নে তাঁর কর্মযজ্ঞ প্রমাণ করেছে যে ধর্ম ও উন্নয়ন কখনো বিচ্ছিন্ন নয় - বরং একে অপরের পরিপূরক।

পূর্বসূরী আউলিয়াগণের রূহানিয়াত ও সিলসিলার আলোকধারায় তাঁর আত্মা ছিল গভীরভাবে সংযুক্ত। তাঁর শিক্ষা মানুষকে শিখিয়েছে - আধ্যাত্মিকতা মানে শুধু ধ্যান নয়, বরং কর্ম, করুণা ও কল্যাণের এক অখণ্ড জীবনপথ।

বাংলাদেশ আজ শোকাহত- একজন এমন সাধককে হারিয়ে, যিনি ইসলামের সৌন্দর্যকে মানবসেবার মাধ্যমে দৃশ্যমান করেছিলেন। তাঁর রেখে যাওয়া ঐতিহ্য বেঁচে থাকবে প্রতিটি প্রতিষ্ঠিত বিদ্যালয়ে, প্রতিটি অন্নপ্রাপ্ত ক্ষুধার্ত হৃদয়ে, আর প্রতিটি সেই মানবমনে - যেখানে তাঁর দয়ামায়া ও ভালোবাসার ছোঁয়া পৌঁছেছে।



আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
বাংলাদেশকে করাচি বন্দর ব্যবহারে সম্মতি পাকিস্তানের
জামালপুরে কাভার্ডভ্যান-ইজিবাইক সংঘর্ষে তিনজন নিহত
লগি-বৈঠা আন্দোলনের ডাক নিয়ে যা বললেন আমীর খসরু
নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে: ফরিদা আখতার
গোপালগঞ্জে গণঅধিকার পরিষদের ৪৯ নেতার পদত্যাগ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বগুড়া-১ আসনে আলোচনার শীর্ষে এ কে এম আহসানুল তৈয়ব জাকির
দুর্নীতিগ্রস্থ মানসুরার পদায়ন ঠেকাতে বিআইডব্লিউটিসির চেয়ারম্যানকে অবরুদ্ধ
গৌরনদীতে বাবার ইচ্ছা পূরণে হেলিকপ্টারে করে বধূ বরণ
নন্দীগ্রামে আগাম জাতের আমন ধান কাটা-মাড়াই শুরু
গুলশানে ডাক পেলেন দেবিদ্বারের পাঁচ নেতা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft