সোমবার ২৭ অক্টোবর ২০২৫
ফের মায়ানমারের গুলি এসে পড়ল সীমান্তের এপারে বসতঘরে
টেকনাফ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ১:০১ এএম
কক্সবাজারের টেকনাফ সীমান্তের ওপারে মায়ানমারের রাখাইন রাজ্যে দুই সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলির ঘটনায় আবারও গুলি পড়ল এপারের বসতঘরে। রবিবার (২৬ অক্টোবর) সকালে  টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের আমতলী এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি বলে জানান বাড়ির মালিক মো. আয়ুব। 

এর আগে গত শনিবার বিকালে মায়ানমারের গুলি পড়ে হোয়াইক্যং তেচ্ছি ব্রিজ এলাকার সেনোয়ারা বেগম নামে এক নারী গুলিবিদ্ধ হয়েছেন।
তিনি বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

হোয়াইক্যং আমতলীর বাসিন্দা মো. আয়ুব বলেন, সকালে আমাদের সীমান্তের ওপারে মায়ানমারের রাখাইন রাজ্যে গোলাগুলির শব্দ শোনা যায়। এ সময় আমার ঘরের টিনের চালে বিকট শব্দ শুনে আমি বের হয়। চালে উঠে টিন ছিদ্র হতে দেখার পর ঘরের দেয়ালে একটি গুলি পাওয়া যায়।
বাড়ির সবাই ভালো আছেন, তবে সবার মধ্যে আতঙ্ক কাজ করছে।

হোয়াইক্যং ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজুল মোস্তফা লালু বলেন, আমতলী গ্রামে আইয়ুব ইসলামের বসতঘরের টিনের চাল ছিদ্র করে একটি গুলি এসে পড়েছে শুনলাম। তবে কেউ হতাহত হননি। মাঝে মধ্যেই মায়ানমার সীমান্তের গোলাগুলির ঘটনায় এপারের মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়।

স্থানীয় বাসিন্দারা জানান, মায়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি নিয়ন্ত্রিত এলাকায় আরাকান আর্মির সঙ্গে সশস্ত্র রোহিঙ্গা বিদ্রোহী গোষ্ঠী আরসা ও আরএসও’র মধ্যে সংঘাত চলছে। সম্ভবত, আরসা ও আরএসও কোনো এক পক্ষের সঙ্গে আরাকান আর্মির গোলাগুলির ঘটনায় সীমান্তের এপারে গুলি পড়েছে। 

আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
ফের মায়ানমারের গুলি এসে পড়ল সীমান্তের এপারে বসতঘরে
হাড্ডাহাড্ডি লড়াইয়ে বার্সাকে হারাল রিয়াল
আবারও কমলো স্বর্ণের দাম
পুরস্কৃত হলেন রায়হান রাফী ও আলিমুজ্জামান
দুর্নীতিগ্রস্থ মানসুরার পদায়ন ঠেকাতে বিআইডব্লিউটিসির চেয়ারম্যানকে অবরুদ্ধ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
দুর্নীতিগ্রস্থ মানসুরার পদায়ন ঠেকাতে বিআইডব্লিউটিসির চেয়ারম্যানকে অবরুদ্ধ
গৌরনদীতে যুবলীগ নেতার হামলায় বিএনপির কর্মীসহ আহত ৩
ঢাকায় ট্রেন থেকে বিপুল অস্ত্র-গুলি উদ্ধার
মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে পথচারীর মৃত্যু, মেট্রো চলাচল বন্ধ
গৌরনদীতে বাবার ইচ্ছা পূরণে হেলিকপ্টারে করে বধূ বরণ
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft