প্রকাশ: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫, ৪:০৭ পিএম

দীর্ঘ বিরতির পর আবারও ছোট পর্দায় ফিরেই বাজিমাত করলেন জনপ্রিয় অভিনেত্রী ও ভারতের কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। একতা কাপুরের বিখ্যাত ধারাবাহিক ‘কিউঁ কি সাস ভি কভি বহু থি’–এর নতুন অধ্যায়ে ফিরে আসছেন তিনি, আর এবার চমক আরও বড়-পর্বে দেখা যাবে বিশ্বের অন্যতম ধনকুবের বিল গেটসকে!
ইতোমধ্যেই প্রকাশিত হয়েছে ধারাবাহিকটির নতুন প্রোমো, যেখানে ঝলক মিলেছে বিল গেটসের উপস্থিতির। জানা গেছে, খুব শিগগিরই এই বিশেষ পর্বটি প্রচারিত হবে। শুধু তাই নয়, গুঞ্জন রয়েছে, অস্কারজয়ী হলিউড তারকা উইল স্মিথকেও দেখা যেতে পারে এই পর্বে।
কিন্তু প্রশ্ন হলো-ভারতীয় টেলিভিশনের এক জনপ্রিয় পারিবারিক নাটকে বিল গেটস কেন? ভারতের শীর্ষস্থানীয় একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, এই বিশেষ পর্বের পেছনে রয়েছে এক মহৎ উদ্যোগ। ‘বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন’ দীর্ঘদিন ধরে বিশ্বজুড়ে নারী ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষায় কাজ করে আসছে। সেই কাজের প্রচার ও সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যেই এই সহযোগিতা (কোল্যাব) করা হয়েছে।
এই উদ্যোগের মূল প্রেরণা ছিলেন নিজেই স্মৃতি ইরানি। জানা গেছে, তিনি একাধিকবার ভিডিও কলে বিল গেটসের সঙ্গে কথা বলে তাকে রাজি করান শো’তে অংশ নিতে।
ধারাবাহিকের যে দৃশ্যে দেখা যাবে গেটসকে, সেখানে তুলসী ও তার মেয়ে পরিধি ভিরানির সম্পর্কের টানাপোড়েনের মধ্যে তিনি পরামর্শ দেবেন শান্তি ও পারস্পরিক বোঝাপড়ার বার্তা নিয়ে। অর্থাৎ, গল্পের আবেগঘন মুহূর্তে বাস্তব জীবনের এক অনুপ্রেরণাদায়ী বার্তা যোগ হবে।
বুধবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবরটি নিশ্চিত করেন স্মৃতি ইরানি নিজেই। তিনি বলেন- “ভারতীয় টেলিভিশনের ইতিহাসে এটি এক গর্বের মুহূর্ত। দীর্ঘদিন ধরে আমাদের বিনোদন জগতে নারী ও শিশুর স্বাস্থ্য নিয়ে আলোচনার জায়গা খুবই সীমিত। বিল গেটসের মতো একজন বিশ্বনেতাকে এই বার্তার সঙ্গে যুক্ত করা নিঃসন্দেহে যুগান্তকারী পদক্ষেপ।”
এই খবর প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় উত্তেজনা ছড়িয়েছে। অনেকে বলছেন-“এটাই হবে ভারতীয় ধারাবাহিকের ইতিহাসে সবচেয়ে বড় ক্রসওভার মুহূর্ত।”
আজকালের খবর/আতে