সোমবার ২৭ অক্টোবর ২০২৫
সাংবাদিক পরিচয়ে বাসায় ডাকাতি, প্রাইভেটকারসহ মালামাল লুট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫, ১২:২৬ পিএম
চট্টগ্রামের খুলশী এলাকায় সাংবাদিক পরিচয়ে একটি বাসায় ঢুকে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় তারা বাসার মালামাল ও একটি প্রাইভেটকার নিয়ে যায়। ঘটনাটির সঙ্গে জড়িত থাকার অভিযোগে নারীসহ সাতজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে নগরের খুলশী, বায়েজীদ, ইপিজেড ও কোতোয়ালি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ডাকাতি হওয়া প্রাইভেটকারসহ অন্যান্য মালামাল উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন—আব্দুল মতিন রাসেল (৩৫), আশরাফুল ইসলাম সাহেদ (২৯), মমিন (২৮), শারমিন আক্তার রিমা (৩০), নূর মোহাম্মদ সাব্বির ওরফে রকি (২২), মো. রোবেল হোসেন (৩১) ও মো. ফয়সাল (২২)।

পুলিশ জানায়, গত ১০ অক্টোবর খুলশী এলাকার একটি বাসায় সাংবাদিক পরিচয়ে ১০–১২ জনের একটি দল প্রবেশ করে। তারা ধারালো অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে তল্লাশি চালায়। বাসায় স্বর্ণালংকার বা নগদ অর্থ না পেয়ে ৪৫ লাখ টাকা দামের ২০২২ মডেলের টয়োটা করোলা ক্রস গাড়ি ও অন্যান্য মালামাল নিয়ে যায়।

নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (উত্তর) হাবিবুর রহমান গণমাধ্যমকে বলেন, খুলশী থানায় ডাকাতির মামলা হলে ডিবি তদন্ত শুরু করে। তদন্তে পুলিশ শাহেদকে গ্রেপ্তার করে। পরে তার দেয়া তথ্যমতে, ২৪ ঘণ্টার অভিযানে নগরের বিভিন্ন এলাকা থেকে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

তিনি আরও বলেন, তাদের কাছ থেকে ডাকাতি হওয়া প্রাইভেটকার, ঘটনার সময় ব্যবহৃত মোটরসাইকেল ও অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়েছে। 

আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
ফের মায়ানমারের গুলি এসে পড়ল সীমান্তের এপারে বসতঘরে
হাড্ডাহাড্ডি লড়াইয়ে বার্সাকে হারাল রিয়াল
আবারও কমলো স্বর্ণের দাম
পুরস্কৃত হলেন রায়হান রাফী ও আলিমুজ্জামান
দুর্নীতিগ্রস্থ মানসুরার পদায়ন ঠেকাতে বিআইডব্লিউটিসির চেয়ারম্যানকে অবরুদ্ধ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
দুর্নীতিগ্রস্থ মানসুরার পদায়ন ঠেকাতে বিআইডব্লিউটিসির চেয়ারম্যানকে অবরুদ্ধ
গৌরনদীতে যুবলীগ নেতার হামলায় বিএনপির কর্মীসহ আহত ৩
ঢাকায় ট্রেন থেকে বিপুল অস্ত্র-গুলি উদ্ধার
মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে পথচারীর মৃত্যু, মেট্রো চলাচল বন্ধ
গৌরনদীতে বাবার ইচ্ছা পূরণে হেলিকপ্টারে করে বধূ বরণ
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft