প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ৬:০০ পিএম

“সাবধানে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে উদ্ভোধন হয়েছে ট্রাফিক সপ্তাহ ২০২৫। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) পিরোজপুর সিও অফিস চত্বরে এই ট্রাফিক সপ্তাহের উদ্ভোধন করেন পিরোজপুর এর পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের। পরে নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ও সড়ক পরিবহন আইন ২০১৮ বাস্তবায়নে পিরোজপুর জেলা পরিষদের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে সিও অফিস এসে শেষ হয়। র্যালি শেষে মোটরসাইকেল যাত্রীদের মাঝে পুলিশ সুপার হেলমেট বিতরণ করেন ও মাথায় থাকা হেলমেট পরিধানকারীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এরপর সিও অফিস চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে পুলিশ সুপার যাত্রী ও নাগরিকদের সড়ক পরিবহন আইন মেনে চলার আহ্বান জানান, সড়ক দুর্ঘটনা রোধ ও ট্রাফিক আইন ভঙ্গ করলে জেলার ট্রাফিক বিভাগ যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন। পাশাপাশি জেলা ট্রাফিক বিভাগ এবং বিআরটিএ ট্রাফিক চেকিংয়ের মাধ্যমে নাগরিকদের সড়ক পরিবহন আইন ২০১৮ মেনে চলতে উদ্ধুদ্ধ করেন।
এ সময় বক্তারা বলেন, আজকের এই আয়োজন শুধু একটি সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন নয়, এটি আমাদের সম্মিলিত দায়িত্ববোধের নতুন অধ্যায়। মনে রাখবেন, ট্রাফিক পুলিশ শুধু জরিমানা করার জন্য নয়, তারা দিনরাত আমাদের জীবন রক্ষার জন্য কাজ করে। তাদের সহযোগিতা করুন, নিজে নিয়ম মেনে চলুন অন্যকে সচেতন করুন, পথ আমাদের সবার, তাই দায়িত্ব ও সবার।
আলোচনা সভায় ট্রাফিক সার্জেন্ট শায়লা শারমিনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন- পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আবদুল আউয়াল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান, সওজ, সড়ক, উপ-বিভাগ, কাউখালী এর উপ-বিভাগীয় প্রকৌশলী বি এম রাজিমুল আলীম রাজু, বিআরটিএ পিরোজপুরের উপ-পরিচালক মোবারক হোসেন, পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম, পিরোজপুর বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গাজী আসাদুজ্জামান মাসুম, পিরোজপুর শ্রমিক ইউনিয়নের সভাপতি আলিফ আহমেদ রাজিব, টিআই (প্রশাসন), বিআরটিএ কর্মকর্তা কর্মচারীগন, বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ স্থানীয় নেতৃবৃন্দ, সাধারণ জনগন প্রমুখ।
আজকালের খবর/ওআর