প্রকাশ: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ৪:৩৫ পিএম

এম জহির উদ্দিন স্বপন বাংলাদেশি রাজনীতিবিদ যিনি বরিশাল -১ আসনের সাবেক সংসদ সদস্য ও বর্তমান বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এবং বিএনপির মিডিয়া সেলের আহবায়ক।
তিনি বরিশাল জেলার গৌরনদী উপজেলার শরিকল গ্রামে জন্মগ্রহণ করেন।
১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে বরিশাল -১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনেও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসাবে বরিশাল-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এম জহির উদ্দিন স্বপন।
পাশাপাশি তিনি বাংলাদেশ ছাত্র মৈত্রীর সাবেক কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন।
তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মিডিয়া সেলের আহবায়ক, বিএনপি কমিউনিকেশন সেলের প্রধান সম্পাদক এবং বাংলাদেশ ন্যাশনালিষ্ট রিসার্চ অ্যান্ড কমিউনিকেশনর (বিএনআরসি)পরিচালক।
রাজনৈতিক, ব্যক্তিগত, সামাজিক, ব্যবসায়িক জীবনে বিগত ১৭টি বছর আওয়ামী শাসন আমলে নানা ধরনের প্রতিকূলতার মধ্য দিয়ে দলের কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক সাংগঠনিকভাবে তিনি তার রাজনৈতিক নেতৃত্বের সু-প্রোয়োগের মধ্য দিয়ে তার নির্বাচনী এলাকা বরিশাল-১ আসন তথা গৌরনদী-আগৈলঝাড়ার নেতা কর্মীদের সুসংগঠিত রাখতে নিরলস নেতৃত্ব দিয়ে আসছেন।
ঐতিহাসিক ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের মধ্য দিয়ে যে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে সেই বাংলাদেশে কোন ফ্যাসিবাদের ঠাঁই হবে না বলে জানান এম জহির উদ্দিন স্বপন।
তিনি আরো বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে হামলা চালিয়ে যারা আন্দোলনকারীদের ও সাধারণ মানুষকে হত্যা করেছে তাদেরকে কোন ছাড় দেয়া হবে না। হত্যাকারীদের রক্ষায় যারা নেপথ্যে মদদ বা ইন্ধন দিবে তাদেরকেও সর্বোচ্চ বিচারের আওতায় আনা হবে বলে জানায় এম জহির উদ্দিন স্বপন।
পাশাপাশি তিনি আরো বলেন, এখন জাতির মুক্তির জন্য একটাই কাজ করা দরকার পলাতক হাসিনা এবং সমস্ত খুনিদেরকে আইনের আওতায় এনে বিচার করা ও অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা।
তাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশ সংস্কারের ৩১ দফা দাবির আদায়ের সুফল সর্বস্তরের জনসাধারণের কাছে পৌঁছে দিতে তিনি তার দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
আজকালের খবর/বিএস