প্রকাশ: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, ১১:১৩ এএম

গাজা উপত্যকায় যুদ্ধবিরতি ঘোষণার পর পাঁচ লক্ষাধিক মানুষ গাজা শহরে ফিরে এসেছেন বলে জানিয়েছে সেখানকার সিভিল ডিফেন্স সংস্থা।
সংস্থার মুখপাত্র মাহমুদ বাসসাল শনিবার জানান, ইসরায়েলের হামলা শুক্রবার বন্ধ হওয়ার পরপরই ব্যাপক জনস্রোত দেখা গেছে।
তিনি এএফপিকে বলেন, গতকাল থেকে এখন পর্যন্ত পাঁচ লক্ষাধিক মানুষ গাজা শহরে ফিরে এসেছেন।
যুদ্ধ থেমে যাওয়ায় ধ্বংসস্তূপে ঢাকা গাজা আবারও মানুষের পদচারণায় মুখর হতে শুরু করেছে।
দুই বছরের দীর্ঘ সংঘাতের পর ফিলিস্তিনিরা এখন ক্ষয়ক্ষতির হিসাব নিচ্ছেন।
ইসরায়েলের লাগাতার বিমান ও স্থল হামলায় ইতিমধ্যে ৬৭ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে, আর গাজার বেশিরভাগ এলাকা পরিণত হয়েছে ধ্বংসস্তূপে।
যুদ্ধবিরতির আগে ইসরায়েলের তীব্র বোমাবর্ষণ ও অভিযানে প্রায় ৭ লক্ষ মানুষ গাজা শহর ও উত্তরাঞ্চল থেকে বাস্তুচ্যুত হয়েছিলেন। সূত্র : মিডল ইস্ট আই
আজকালের খবর/বিএস