প্রকাশ: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, ৩:৫৩ পিএম

রাজধানীর মগবাজারের এট দ্যা টেবিলে বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেল ৫টায় শুরু হয় ডব্লিউসিএইচও আলোক উৎসব মেলা, আজ চলছে মেলার শেষ দিন।
মেলাটি উদ্বোধন করেন মোহাম্মদ নূরুল কাইয়ুম ফারুক (সাবেক রাষ্ট্রদূত), আবুল খায়ের (কবি ও প্রকাশক), ফাতেমা বেনজির (প্রেসিডেন্ট- ডব্লিউসিএইচও), মো. মনিরুজ্জামান অপূর্ব (দিয়ামনি ই কমিউনিকেশন ও পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান), রুপা আহমেদ (প্রেসিডেন্ট, ওয়েব)।
মেলাটি ৯ অক্টোবর শুরু হয়ে আজ ১১ অক্টোবর শেষ হতে যাচ্ছে। উক্ত মেলায় দেশীয় নারী উদ্যোক্তাদের নিজের প্রস্তুতকৃত বিভিন্ন ধরনের পণ্যের পসরার পাশাপাশি ছিলো বইয়ের স্টল, ফুডকোর্ট, আড্ডার আসার। এছাড়া সৃজনশীল প্রকাশনা সংস্থা ‘প্রতিবিম্ব প্রকাশ’এর স্টলে ছিলো শিশুতোষ বইসহ সকল ধরনের সৃজনশীল বই।
নারী উদ্যোক্তা ফাতেমা বেনজির জানান, মেলার প্রস্তুতি ও পরিবেশ ছিলো ভালো। সম্পূর্ণ শীতাতপ নিয়ত্রিত মেলায় ছিলো সব বয়সের লোকদের পছন্দের সব পোশাক, প্রসাধনী, কুটিরশিল্পসহ দেশ-বিদেশের হরেক পণ্যের সমাহার। তাছাড়া, এইবার মেলায় ছিলো প্রথমবারের মতো নারী উদ্যোক্তাদের বইয়ের সমাহার।
আজকালের খবর/ওআর