বৃহস্পতিবার ৯ অক্টোবর ২০২৫
সৌদি অবস্থানকালে ওমরাহ পালন করতে পারবেন সব ধরনের ভিসাধারীরা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫, ২:২৯ পিএম
সৌদি আরবে থাকাকালীন যে কোনো ধরনের ভিসাধারীরা পবিত্র ওমরাহ পালন করতে পারবেন। দেশটির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। 

সংশ্লিষ্ট মন্ত্রণালয় জানিয়েছে, ব্যক্তিগত এবং পারিবারিক ভিজিট ভিসা, ই-ট্যুরিস্ট ভিসা, ট্রানজিট ভিসা, শ্রম এবং অন্যান্য সব ধরনের ভিসাধারীই ওমরাহ পালনের ক্ষেত্রে নতুন সুবিধার আওতায় আসবেন। বিশ্বজুড়ে মুসলিমদের ওমরাহ পালনের সুবিধার্থে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানায়, তারা সম্প্রতি সরাসরি ওমরাহ পালন করতে ইচ্ছুকদের জন্য নুসুক ওমরাহ প্ল্যাটফর্ম চালু করেছে। এই প্ল্যাটফর্ম ব্যবহার করে হজযাত্রীরা সহজেই নিজেদের জন্য উপযুক্ত প্যাকেজ নির্বাচন করতে এবং ইলেকট্রনিকভাবে তাদের ওমরাহ ‘অনুমতিপত্র’ সংগ্রহ করতে পারবেন। এই সমন্বিত ডিজিটাল সেবাব্যবস্থায় ব্যবহারকারীরা খুব সহজেই কী কী সেবা চান সেটা বেছে নিতে ও সময়সূচি নির্ধারণ করতে পারবেন।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এই উদ্যোগ দুই পবিত্র মসজিদের অভিভাবক বাদশাহ সালমান এবং ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের দৃঢ় প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে। 

বিশ্বাসীদের নিরাপদ ও আধ্যাত্মিক পরিবেশে দুই পবিত্র মসজিদ পরিদর্শন এবং তাদের ধর্মীয় আচার পালনের সুযোগ করে দেওয়া, সেই সঙ্গে আল্লাহর এই অতিথিদের অভিজ্ঞতা সমৃদ্ধ করা এবং তাদের আধ্যাত্মিক যাত্রাকে সহজ করতে সেরা সেবা নিশ্চিতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। খবর সৌদি গেজেটের।

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
স্থানীয় সরকারবিশেষজ্ঞ তোফায়েল আহমেদ মারা গেছেন
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে জিয়ারত করলেন খালেদা জিয়া
কোনো মিডিয়া বন্ধ হবে না, নতুন মিডিয়া দেব: তথ্য উপদেষ্টা
বাংলাদেশের নির্বাচন নিয়ে বিক্রম মিশ্রির মন্তব্য অপ্রত্যাশিত: পররাষ্ট্র উপদেষ্টা
স্বর্ণের দামে বড় লাফ, দেশের বাজারে ইতিহাস
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সিলেট-৩ আসনে কে হচ্ছেন বিএনপির প্রার্থী?
দুটি টেলিভিশন চ্যানেল অনুমোদন নিয়ে নুরের প্রতিক্রিয়া
সোনাতলায় জাতীয় কন্যা শিশু দিবসের আলোচনা সভা
গৌরনদীতে পাহারাদারদের বেঁধে দুর্ধর্ষ ডাকাতি
গৌরনদীতে কলেজছাত্রকে বলাৎকারের অভিযোগে মামলা দায়ের, গ্রেপ্তার এক
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft