সোমবার ৬ অক্টোবর ২০২৫
দেশজুড়ে পরিকল্পিত শহর গড়ার অঙ্গীকার তারেক রহমানের
নিউজ ডেস্ক
প্রকাশ: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫, ১১:২৭ পিএম
শুধু ঢাকাকেন্দ্রিক উন্নয়ন না করে দেশজুড়ে পরিকল্পিত শহর গড়ে তোলার অঙ্গীকার করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ঢাকাকেন্দ্রিক উন্নয়ন নীতি বন্ধ করে দেশজুড়ে পরিকল্পিত শহর গড়ে তোলা হবে। যাতে প্রতিটি অঞ্চল উন্নত হয় এবং প্রতিটি নাগরিক উপকৃত হতে পারে।

রবিবার (৫ অক্টোবর) ‘বিশ্ব বসতি দিবসে’ বিএনপির ৩১ দফা পরিকল্পনাকে সমাধানের রোডম্যাপ হিসেবে উপস্থাপন করে এক ফেসবুক পোস্টে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, বিএনপির ২৯ দফায়- জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সংরক্ষণ এবং ৩১ দফায়- পরিকল্পিত, সুষম নগরায়ন ও বিকেন্দ্রীকরণের কথা বলা হয়েছে।

তিনি বলেন, একটি  বাসস্থান হলো মানুষের মৌলিক অধিকার। আমাদের সকলেরই নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং সুরক্ষিত বাসস্থান পাওয়ার অধিকার রয়েছে। গ্রামাঞ্চল, শহর, নদী ও বন—সবকিছুই একত্রে আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে।

তিনি মনে করেন, দুর্বল পরিবেশে ভালো বাসস্থান তৈরি করা সম্ভব নয় এবং টেকসই উন্নয়ন ছাড়া সমৃদ্ধ জাতি গড়ে তোলা সম্ভব নয়। আজকের অপরিকল্পিত নগরায়ন এবং জলবায়ু ঝুঁকির চ্যালেঞ্জ মোকাবিলায় সাহসী ও তাৎক্ষণিক পদক্ষেপ প্রয়োজন।

তারেক রহমান বলেন, আমরা একটি ন্যাশনাল গ্রিন মিশন চালু করব যার মাধ্যমে ২৫ কোটি গাছ লাগানো হবে। নদীগুলোকে পুনরুদ্ধার, বর্জ্যকে সম্পদে রূপান্তর, আধুনিক কৃষি ব্যবস্থার উন্নয়ন, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ এবং ব্লু ইকোনমি সম্প্রসারণের মাধ্যমে যুব সমাজের জন্য সুযোগ সৃষ্টি করা হবে।
 
তিনি আরো বলেন, আমরা  দেশের বাসস্থান রক্ষা করব এবং ভবিষ্যত সংরক্ষণে উদ্যোগ নেব। একসাথে সবুজ ও টেকসই বাংলাদেশ গড়ে তোলার কাজ শুরু করতে সবাইকে আহ্বান জানান।

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ
গাইবান্ধায় অ্যানথ্রাক্সের উপসর্গ নিয়ে নারীর মৃত্যু
অস্ত্র সমর্পণে রাজি ফিলিস্তিনি গোষ্ঠী
দেশজুড়ে পরিকল্পিত শহর গড়ার অঙ্গীকার তারেক রহমানের
দৈনিক আজকালের খবরের শ্রীপুর প্রতিনিধি জামাল উদ্দিন আর নেই
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কয়ছর আহমদ ঠেকাতে একাট্টা বিএনপির চার মনোনয়ন প্রত্যাশী
তোফায়েল আহমেদের শারীরিক অবস্থা ‘ক্রিটিক্যাল’
বরিশালের গৌরনদীতে বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উদযাপন
একাধিক বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে প্রস্তাব দেবে কমিশন : আলী রীয়াজ
দৈনিক আজকালের খবরের শ্রীপুর প্রতিনিধি জামাল উদ্দিন আর নেই
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft