প্রকাশ: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫, ১০:৫৩ পিএম

গাজীপুরের শ্রীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক জামাল উদ্দিন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সাংবাদিক জামাল উদ্দিনের মৃত্যুতে শোক জানিয়েছেন শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ও সম্পাদক এবং গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।
রবিবার (৫ অক্টোবর) রাত পৌঁনে ৮টার দিকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) নিবির পর্যবেক্ষণ কেন্দ্র আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সাংবাদিক জামাল উদ্দিন (৫৫) উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মৃত মোসলে উদ্দিনের ছেলে। তিনি শ্রীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক আজকালের খবরের উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করতেন।
সাংবাদিক জামাল উদ্দিনের বড় ছেলে তানভীর আহমেদ নিলয় বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎ করে তার বাবা অসুস্থ হয়ে পড়েন। এর পরপরই প্রথমে বাবাকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র আইসিইউতে ভর্তি করা হয়। গত দুদিন ধরে অবস্থা আরও বেশি অবনতি হয়ে পড়ে। আজ রাত পৌঁনে ৮টার দিকে হাসপাতালের চিকিৎসক বাবাকে মৃত্যু ঘোষণা করেন।
শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মো. মাহফুল হাসান হান্নান বলেন, সাংবাদিক জামাল উদ্দিন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তিনি পেশাদারিত্বের মধ্যে গণমাধ্যমে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে শ্রীপুর প্রেসক্লাব এবং উপজেলায় কর্মরত সাংবাদিকরা শোকাহত। সাংবাদিক জামাল উদ্দিন মৃত্যুকালে এক স্ত্রী দুই পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে দৈনিক আজকালের খবর পরিবার। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
আজকালের খবর/বিএস