সোমবার ৬ অক্টোবর ২০২৫
দিয়ামনি ই-কমিউনিকেশনের মঞ্চ মাতালো একঝাঁক উদ্যোক্তা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫, ৫:০৬ পিএম
দিয়ামনি ই-কমিউনিকেশন স্বপ্নজয়ী সম্মাননা উদ্যোক্তা মিটআপে নীল রঙে মঞ্চ মাতালো একঝাঁক উদ্যোক্তা। শনিবার (৪ অক্টোবর) বিকেলে রাজধানীর মগবাজারের একটি রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।  

দিয়ামনি ই কমিউনিকশনের আয়োজনে ও পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্থাপনায় দেশের অন্যতম বহুল আলোচিত ও বর্ণাঢ্য আয়োজন দিয়ামনি ই-কমিউনিকেশন স্বপ্নজয়ী সম্মাননা উদ্যোক্তা মিটআপ ২০২৫ সনদপত্র ও উত্তরীয় প্রদান করা হয়।

উদ্যোক্তা,তারকা, মিডিয়া ব্যক্তিত্ব, চলচ্চিত্র, টেলিভিশন, সাংবাদিকতা ও নারী উদ্যোক্তাসহ বিভিন্ন অঙ্গনের গুণীজনদের অবদানের স্বীকৃতি দিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং দেশ বরেণ্য ব্যক্তিত্বদের হাতে তুলে দেওয়া হয় স্বপ্নজয়ী সম্মাননা -২০২৫। 

জমকালো এই আসরে নীল রঙের শাড়ি ও নীল পাঞ্জাবির বাহার মঞ্চকে রূপ দেয় ভিন্ন আভায়, যা অতিথি ও দর্শকদের চোখে এক অপূর্ব সমারোহের আবেশ ছড়িয়ে দেয় দিয়ামনি ই-কমিউনিকেশনের সদস্যগন।

এ সময় সংগঠনের পক্ষ থেকে তাদের প্রতেকের পরিচয়পত্র ও আইডি কার্ড প্রদান করা হয়।সংগঠনটির চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান অপূর্বর সভাপতিত্বে  ও সংগঠনের সাধারন সম্পাদক সেলিম মাহমুদের স্বাগত বক্তব্যে,অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন জনপ্রিয় অভিনেতা আজিজুল হাকিম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় নাট্যকার,নির্দেশক ও নির্মাতা জিনাত হাকিম,হাল ছেড়ো না বন্ধু'র প্রতিষ্ঠাতা চন্দা মাহজাবীন,এটিএন বাংলার অনুষ্ঠান উপদেষ্টা তাশিক আহমেদ, দৈনিক আমাদের সময় এর সিনিয়র সাব এডিটর লাবন্য লিপি, খান গ্রুপ লিঃ এর ব্যবস্হাপনা পরিচালক মাহমুদুল হাসান খান মামুন, মো. রাকিবুল হাসান ও প্রিয়াংকা জামান প্রমুখ । অনুষ্ঠানটির সঞ্চালনা করেন মোঃ ইকরামুল হক ভূঁইয়া ।

দিয়ামনি ই-কমিউনিকেশনের চেয়ারম্যান মনিরুজ্জামান অপূর্ব,তিনি বলেন“সুস্থ সংস্কৃতির বিকাশ ও সৃজনশীলতার ধারাকে সমুন্নত রাখতে দিয়ামনি ই-কমিউনিকেশন সবসময় কাজ করে যাচ্ছে। আমরা বিশ্বাস করি, গুণীজনদের স্বীকৃতি তাদের কর্মপ্রচেষ্টাকে আরও গতিশীল করবে এবং এই অবদান নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস হবে।তিনি আরও যোগ করেন, তরুণ প্রজন্মকে আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে এই সংগঠন সারা দেশে প্রশিক্ষণ কার্যক্রম চালাচ্ছে। শুধু প্রশিক্ষণ নয়, উদ্যোক্তাদের সঙ্কটকালীন সময়েও সংগঠন পাশে থাকে বলে আশ্বাস দেন তিনি।চেয়ারম্যান জানান,পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্হাপনায় আজ দিয়ামনি ই-কমিউনিকেশন স্বপ্নজয়ী সম্মাননা -২০২৫ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। দিয়ামনি ই-কমিউনিকেশন এবং পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশন যৌথ উদ্যোগে আগামীতে শুধু দেশেই নয়, আন্তর্জাতিক পরিসরেও এই পুরস্কার আয়োজনের উদ্যোগ নেওয়া হবে। প্রবাসী বাংলাদেশি শিল্পী ও উদ্যোক্তাদের অবদানকেও স্বীকৃতি দেওয়া হবে। পাশাপাশি জেলা ও বিভাগীয় পর্যায়ে ধারাবাহিক সাংস্কৃতিক আয়োজনেরও ঘোষণা দেন তিনি।

সংগঠনের সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ বলেন আমরা সবসময় নতুনদের উৎসাহ দেই এবং প্রতিষ্ঠিতদের প্রাপ্য সম্মান নিশ্চিত করি। উদ্যোক্তাদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ ও ব্যবসা সম্প্রসারণে সহায়তা করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। ভূইফোড় সংগঠনের কাছে জিম্মি উদ্যোক্তাদের আমরা আইনি সহায়তা দিয়ে স্বাধীনভাবে দাঁড়ানোর সুযোগ করে দেব।

তিনি আরও জানান, নিয়মিত প্রশিক্ষণ কর্মশালা, সেমিনার ও বিশেষ প্রোগ্রামের মাধ্যমে তরুণ প্রজন্মকে সুস্থ সংস্কৃতির চর্চা ও আধুনিক যোগাযোগ ব্যবস্থার সঙ্গে যুক্ত করতে সংগঠনটি প্রতিশ্রুতিবদ্ধ।

যাদের  সম্মাননা প্রদান করা হয়- আজিজুল হাকিম (নাট্য অভিনেতা ), জিনাত হাকিম ( নাট্যকার,নির্দেশক ও নির্মাতা)চন্দা মাহজাবীন( সফল নারী উদ্যোক্তা) তাশিক আহমেদ (উপদেষ্টা অনুষ্ঠান এটিএন বাংলা) লাবন্য লিপি (সাংবাদিক), মাহমুদুল হাসান খান মামুন (শিল্প উদ্যোক্তা) মনোয়ারা মনি (রত্নগর্ভা মা) মো. শাফায়েত হোসেন, (নির্বাহী প্রযোজক, ডিবিসি নিউজ সফল গনমাধ্যম কর্মী),গাজী আনিস - চ্যানেল 24 (বেস্ট সাপোর্টিভ জার্নালিস্ট )ভাবনা আহমেদ(নিউজ প্রেজেন্টার এটিএন বাংলা) মাশায়েখ শশী (উপস্হাপক এটিএন নিউজ),মামুনুর রশিদ (সিনিয়র ক্যামেরাপার্সন চ্যানেল আই নিউজ) শাহরিয়ার হাসান সিনিয়র রিপোর্টার (গাজী টেলিভিশন - জিটিভি), অ্যাড. মনিয়ারা খানম (আইন পেশায়), মো. রফিকুল ইসলাম গাজী-জি.এম রফিক- (সাংবাদিক), তানিয়া শারমিন (সফল নারী উদ্যোক্তা), মোছা: রোমানা আফরোজা (সফল নারী উদ্যোক্তা ), ফারজানা বাতেন (নারী উদ্যোক্তা ও রন্ধন বিশেষজ্ঞ) ,দায়ান দায়েম (বিশিষ্ট ব্যবসায়ী,মোঃ রাকিবুল হাসান (ব্যবসা শিল্প উদ্যোক্তা),রেজওয়ানা হাসান বিনু (নারী উদ্যোক্তা )।এছাড়া ও বিভিন্ন সেক্টরে কাজ করা আলোকিত উদ্যোক্তাদের এই সম্মাননা প্রদান করা হয়।

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ
গাইবান্ধায় অ্যানথ্রাক্সের উপসর্গ নিয়ে নারীর মৃত্যু
অস্ত্র সমর্পণে রাজি ফিলিস্তিনি গোষ্ঠী
দেশজুড়ে পরিকল্পিত শহর গড়ার অঙ্গীকার তারেক রহমানের
দৈনিক আজকালের খবরের শ্রীপুর প্রতিনিধি জামাল উদ্দিন আর নেই
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কয়ছর আহমদ ঠেকাতে একাট্টা বিএনপির চার মনোনয়ন প্রত্যাশী
তোফায়েল আহমেদের শারীরিক অবস্থা ‘ক্রিটিক্যাল’
বরিশালের গৌরনদীতে বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উদযাপন
একাধিক বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে প্রস্তাব দেবে কমিশন : আলী রীয়াজ
দৈনিক আজকালের খবরের শ্রীপুর প্রতিনিধি জামাল উদ্দিন আর নেই
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft