সোমবার ৬ অক্টোবর ২০২৫
তিনদিন পর টেকনাফে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার
ফারুকুর রাহমান, টেকনাফ
প্রকাশ: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫, ৬:৫৯ পিএম
কক্সবাজারের টেকনাফে নিখোঁজের তিন দিন পর সদর ইউনিয়নের বড় হাবিব পাড়া এলাকার জেলে জোবায়েরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত জোবায়ের (২৮) টেকনাফ সদর ইউনিয়নের বড় হাবিবপাড়া এলাকার নূর মোহাম্মদের ছেলে।

শুক্রবার (৩ অক্টোবর) বেলা ১১টার দিকে সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদী থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয় বলে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।

এদিকে মরদেহের বিষয়ে জানতে চাইলে শাহপরীর দ্বীপ জালিয়া পাড়া ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস সালাম জানান, জোয়ারের পানিতে ভেসে আসা মরদেহটি স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়। পরবর্তীতে পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করেন।

পরিবার সূত্রে জানা যায়, গত ২৯ সেপ্টেম্বর জোবায়েরসহ ১০ জন জেলে সাগরে মাছ ধরতে যান। পরদিন (৩০ সেপ্টেম্বর) অপর ৯ জন ফিরে এলেও জোবায়ের আর ফিরে আসেননি। 

জোবায়েরের ভাই ইসহাক জানান, মাঝি রশিদ ও নৌকার মালিক আক্তারের সঙ্গে যোগাযোগ করলেও তারা কিছুই জানেন না বলে দাবি করেন। অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। 

পরিবারের অভিযোগ, জোবায়েরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নূর বলেন, ৩ অক্টোবর সকালে শাহপরীর দ্বীপের ঘোলারপাড়া এলাকায় জোয়ারের পানিতে অজ্ঞাত এক মরদেহ ভেসে আসে। স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরুতহাল রিপোর্ট তৈরি করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরে স্বজনরা এসে এটিকে নিখোঁজ জেলে জোবায়ের হিসেবে শনাক্ত করেন। ময়না তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকালের খবর/ওআর








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ
গাইবান্ধায় অ্যানথ্রাক্সের উপসর্গ নিয়ে নারীর মৃত্যু
অস্ত্র সমর্পণে রাজি ফিলিস্তিনি গোষ্ঠী
দেশজুড়ে পরিকল্পিত শহর গড়ার অঙ্গীকার তারেক রহমানের
দৈনিক আজকালের খবরের শ্রীপুর প্রতিনিধি জামাল উদ্দিন আর নেই
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কয়ছর আহমদ ঠেকাতে একাট্টা বিএনপির চার মনোনয়ন প্রত্যাশী
তোফায়েল আহমেদের শারীরিক অবস্থা ‘ক্রিটিক্যাল’
বরিশালের গৌরনদীতে বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উদযাপন
একাধিক বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে প্রস্তাব দেবে কমিশন : আলী রীয়াজ
এবার আর সংযম দেখাবো না: ভারতকে বিপর্যয়কর পরিণতির হুঁশিয়ারি পাকিস্তানের
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft