শুক্রবার ৩ অক্টোবর ২০২৫
দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে স্বল্পরানে আটকাল বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫, ৭:৫৯ পিএম
কলম্বোয় নারী ক্রিকেট বিশ্বকাপের ম্যাচে একজোট হয়ে দারুণ বোলিং উপহার দিল বাংলাদেশ। শক্তিশালী পাকিস্তান ব্যাটিং লাইনআপকে মাত্র ১২৯ রানে গুটিয়ে দিয়ে টাইগ্রেসরা জানিয়ে দিল—এই টুর্নামেন্টে তাদের হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। শুরুতেই ধাক্কা, মাঝপথে ধস আর শেষ দিকে নিয়মিত বিরতিতে উইকেট—সব মিলিয়ে ফাতিমা সানার দলের ইনিংস থেমে যায় মাত্র ৩৮.৩ ওভারে।

পাকিস্তান অধিনায়ক ফাতিমা সানা টসে জিতে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত নেন, কিন্তু সেটিই হয়ে ওঠে বুমেরাং। ইনিংসের প্রথম ওভারেই মারুফা আক্তারের গতি ও সুইংয়ে কাবু হয়ে শূন্য রানে সাজঘরে ফেরেন ওমাইমা সোহেল ও সিদরা আমিন। স্কোরবোর্ডে তখন মাত্র ২ রান।

সেখান থেকে সামলে নিতে চেষ্টা করেছিলেন মুনেবা আলি ও রামিন শামিম। তাদের সতর্ক ব্যাটে আসে ৪২ রানের জুটি। কিন্তু দ্রুত দু’জনকেই হারিয়ে আবারও ধস নামে পাকিস্তান শিবিরে। ১৩.৪ ওভারে স্কোর দাঁড়ায় ৪৭/৪।

দলীয় সর্বোচ্চ ২৩ রান আসে রামিনের ব্যাট থেকে (৩৯ বলে, ২ চার)। মুনেবা করেন ১৭। এরপর আলিয়া রিয়াজ (১৩), সিদরা নওয়াজ (১৫) ও ফাতিমা সানা (২২) ছোট ছোট ইনিংস খেললেও তা যথেষ্ট হয়নি। শেষদিকে ডায়ানা বেগ ১৬ রানের ক্যামিও খেললেও দলীয় সংগ্রহ থামে ১২৯ রানে।

বাংলাদেশি বোলারদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল ছিলেন তরুণ স্বর্ণা আক্তার। মাত্র ৩.৩ ওভারে ৫ রান খরচায় তুলে নেন ৩ উইকেট। মারুফা ও নাহিদা আক্তার শিকার করেন ২টি করে উইকেট। আর একটি করে উইকেট ভাগ করে নেন রাবেয়া খান, ফাহিমা খাতুন ও নিশিতা আক্তার নিশি।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বল হাতে এমন নিয়ন্ত্রিত পারফরম্যান্সে বাংলাদেশ আত্মবিশ্বাসে ভরপুর। এখন দেখার বিষয়, রান তাড়ায় ব্যাটাররাও কি একই ছন্দে জ্বলে উঠতে পারেন।

আজকালের খবর/ওআর









http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
সহজ ম্যাচ কঠিন করে জিতে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ
পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের
ভাষাসংগ্রামী আহমদ রফিক আর নেই
গাজীপুরে ব্যবসা ও রাজনৈতিক বিতর্ক
দেবীদ্বারে ৮ সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা: মোবাইল, ক্যামেরা ছিনতাই
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
নিরাপদ ও নিশ্চিন্তে দুর্গাপূজা উদযাপনের আহ্বান তারেক রহমানের
কোটালীপাড়ায় দুর্গাপুজা হচ্ছে ৩০৯ মন্ডপে আনসার নিয়োগ দেওয়া হচ্ছে ৩২১ মন্ডপে
যুক্তরাষ্ট্রে ১৫ বার শাটডাউন, ট্রাম্পের আমলেই ২ বার
সুমুদ ফ্লোটিলা গাজার আরও কাছে, পেরিয়ে গেছে সেই স্থান
জানালেন শহিদুল আলম: ঝড় পেরিয়ে গাজার দিকে এগিয়ে যাচ্ছে সুমুদ ফ্লোটিলা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft