প্রকাশ: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫, ৬:৪৭ পিএম

২৮ সেপ্টেম্বর থেকে অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপ শুরু হয়েছে। এবারের আসরে ২৪টি দল অংশ নিচ্ছে। ইতোমধ্যে লাতিন ফুটবলের দুই পরাশক্তি আর্জেন্টিনা ও ব্রাজিল নিজেদের দুটি করে ম্যাচ খেলে ফেলেছে। যেখানে আর্জেন্টিনা শতভাগ সফল হলেও হোঁচট খেয়েছে ব্রাজিল।
বুধবার (১ অক্টোবর) রাতে চিলির জুলিও মার্টিনেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তারা মরক্কোর কাছে ২-১ গোলে পরাজিত হয়।
এদিনের ম্যাচে প্রথমার্ধে কোনো গোল হয়নি। দ্বিতীয়ার্ধে ৬০ মিনিটে ওসমানে মাম্মার এবং ৭৬ মিনিটে ইয়াসির জাবিরি গোল করে মরক্কোকে এগিয়ে দেন। যোগ করা সময়ে (৯০+২ মিনিটে) ইয়াগো দা সিলভা পেনাল্টি থেকে একটি গোল করেন, তবে তা হারের শঙ্কা এড়াতে যথেষ্ট হয়নি।
এই ফলাফলের পর সি গ্রুপে মরক্কো দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে। অন্যদিকে ব্রাজিল এক ম্যাচ ড্র এবং এক ম্যাচ হারের কারণে ১ পয়েন্ট নিয়ে গ্রুপে তৃতীয় স্থানে রয়েছে।
সি গ্রুপের অন্য দুই দল হলো মেক্সিকো ও স্পেন। গ্রুপ থেকে শেষ ষোলোতে উঠবে মোট ১৬ দল। প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল (মোট ১২) এবং তৃতীয় স্থানে থাকা চার দলের মধ্যে সেরা চারজন। তাই ব্রাজিলের আগামী রোববার স্পেনের বিপক্ষে জয় খুবই জরুরি, যাতে তারা বিদায়ের হাত থেকে নিজেকে রক্ষা করতে পারে।
আজকালের খবর/ওআর