প্রকাশ: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫, ৭:০৭ পিএম

আগেরবারের মতো সাধারণ কারাগারে নয়, এবার আটক হওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অধিকারকর্মীদের রাখা হতে পারে সর্বোচ্চ নিরাপত্তা কারাগারে। প্যারিসের সায়েন্সেস পো বিশ্ববিদ্যালয়ের ইসরায়েলি আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ ওমর শাটজ এমনটা বলেছেন।
শাটজের মতে, ফ্লোটিলায় অংশগ্রহণকারী প্রায় ৫০০ কর্মীকে দক্ষিণ ইসরায়েলের কেতজিওত কারাগারে রাখা হতে পারে। কেতজিওত একটি উচ্চ নিরাপত্তা বিশিষ্ট কারাগার, যেখানে সাধারণত ‘অভিবাসন’ বন্দিদের রাখা হয় না।
তিনি বলেন, এত সংখ্যক মানুষকে প্রক্রিয়াজাত করা ইসরায়েলের জন্য কঠিন হবে, তাই তাদের সেখানে রাখা হতে পারে। তবে কেতজিওত কঠোর পরিবেশের জন্য কুখ্যাত বলেও ওমর শাটজ উল্লেখ করেন।
ইসরায়েলি কর্মকর্তারা যাদের মধ্যে চরম ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরও আছেন, তারা প্রস্তাব দিয়েছেন যে, ফ্লোটিলায় অংশগ্রহণকারীদের দীর্ঘ সময় ধরে আটক রাখা হোক।
ইসরায়েলি মানবাধিকার সংগঠন আদালাহ বলেছে, আগের ফ্লোটিলা অভিযানের তুলনায় এবারের অংশগ্রহণকারীদের সঙ্গে আরও কঠোর আচরণ করা হতে পারে।
গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ট্র্যাকার জানিয়েছে, নৌবহরের ৪৪টি নৌযানের প্রায় সবকটিই ইসরায়েলি বাহিনী আটক করেছে। তবে এখনো চারটি নৌযান যাত্রাপথে আছে বলে মনে করা হচ্ছে। তবে এর মধ্যে ‘সামারটাইম-জং’ এবং ‘শিরিন’ নামের নৌযান দুটি আইনি সহায়তার নৌযান।
গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে আটক ব্যক্তিরা বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরের মধ্যে আশদোদ বন্দরে পৌঁছাতে পারেন। তবে তারা একসঙ্গে বন্দরে পৌঁছাবেন না। সবার পৌঁছাতে আরও সময় লাগতে পারে। পুরো দিন লেগে যেতে পারে বলে জানিয়েছে কাতার ভিত্তিক সম্প্রচারমাধ্যম আল-জাজিরা।
ইসরায়েলি বাহিনী ফ্লোটিলার নৌযানগুলোতে উঠে অধিকারকর্মীদের আটক করে। আটকদের মধ্যে সুইডিশ পরিবেশ আন্দোলনের কর্মী গ্রেটা থুনবার্গও রয়েছেন। তাদের আটকের পর ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘হামাস-সুমুদ ফ্লোটিলার কয়েকটি নৌযান নিরাপদে থামিয়ে দেওয়া হয়েছে। গ্রেটা ও তার বন্ধুরা নিরাপদ ও সুস্থ আছেন।’
আজকালের খবর/ওআর