শুক্রবার ৩ অক্টোবর ২০২৫
গাজায় পৌঁছাতে আর মাত্র ৫০ কি.মি. বাকি ফ্লোটিলার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫, ১:১৬ পিএম
ইসরায়েলি নৌবাহিনীর বাধা ও আটকের সকল প্রচেষ্টা সত্ত্বেও গাজা উপকূলের খুব কাছে পৌঁছে গেছে মানবিক সাহায্যবাহী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’।বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটে ভূমধ্যসাগরে অবস্থানকালে এই নৌবহর গাজা থেকে মাত্র ৫০ কিলোমিটার পশ্চিমে ছিল।

এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনী ২১টি জাহাজ আটক করেছে, যেগুলোতে ২ শতাধিক আরোহী ছিলেন। তবে এখনও ৩০টি জাহাজ গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে। ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী (আইডিএফ) এর হামলা সত্ত্বেও তারা গাজায় পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বাংলাদেশের প্রখ্যাত ফটো সাংবাদিক শহীদুল আলম যে বোটে রয়েছেন, তার নাম ‌‌‘কনসায়েন্স’। এটি একটি তুর্কি বোট, যার সাথে তুর্কি ও আজারবাইজানীয় কর্মীরা জড়িত। এই বোটটি এখনও গাজা অভিমুখে তার যাত্রাপথে রয়েছে এবং এটি এখনও আইডিএফ দ্বারা আটক হয়নি।

অন্য যেসব বোট যাত্রা করছে, সেগুলোকে আইডিএফ ড্রোন উড়িয়ে নজরদারি করছে। তারা মাঝে মাঝে ওয়াটার ক্যানন দিয়ে আক্রমণ করছে, জাহাজে ধাক্কা দিয়ে আঘাত করছে এবং যোগাযোগ ব্যবস্থায় বিঘ্ন সৃষ্টি করছে। আইডিএফ কয়েকটি নৌকা ডুবিয়ে দেওয়ারও পরিকল্পনা করছে এবং কর্মীদের আটক করে ইসরায়েলের অ্যাশদোদ বন্দরে নিয়ে যাচ্ছে। এসব ঘটনা আন্তর্জাতিক পানিতে ঘটানো হচ্ছে, যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।

অন্যদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু স্পষ্ট বলে দিয়েছেন যে, ইসরায়েল কোনোভাবেই এই বোটগুলোকে গাজায় পৌঁছাতে দেবে না। তিনি এই মিশনকে 'প্রতারণা' বলে আখ্যায়িত করেছেন এবং বলেছেন যে, এটি হামাসকে সমর্থন করারই একটি প্রচেষ্টা।

আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
সহজ ম্যাচ কঠিন করে জিতে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ
পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের
ভাষাসংগ্রামী আহমদ রফিক আর নেই
গাজীপুরে ব্যবসা ও রাজনৈতিক বিতর্ক
দেবীদ্বারে ৮ সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা: মোবাইল, ক্যামেরা ছিনতাই
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
নিরাপদ ও নিশ্চিন্তে দুর্গাপূজা উদযাপনের আহ্বান তারেক রহমানের
কোটালীপাড়ায় দুর্গাপুজা হচ্ছে ৩০৯ মন্ডপে আনসার নিয়োগ দেওয়া হচ্ছে ৩২১ মন্ডপে
যুক্তরাষ্ট্রে ১৫ বার শাটডাউন, ট্রাম্পের আমলেই ২ বার
সুমুদ ফ্লোটিলা গাজার আরও কাছে, পেরিয়ে গেছে সেই স্থান
জানালেন শহিদুল আলম: ঝড় পেরিয়ে গাজার দিকে এগিয়ে যাচ্ছে সুমুদ ফ্লোটিলা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft