শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নীলফামারীতে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন রংপুর রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আমিনুল ইসলাম , বিপিএম, পিপিএম।
সোমবার (২৯ শে সেপ্টেম্বর) বিকেলে নীলফামারীতে গুরুত্বপূর্ণ পূজা মণ্ডপগুলো পরিদর্শন করেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এসময় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন তিনি এবং পূজার সার্বিক নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
পরিদর্শন শেষে ডিআইজি আমিনুল ইসলাম বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। এখানে হিন্দু-মুসলিমসহ সকল ধর্মের মানুষ একসাথে উৎসব উদযাপন করে। দুর্গাপূজায় মুসলিম সম্প্রদায়ের সহযোগিতা এবং সম্প্রীতির যে দৃষ্টান্ত দেখা যায়, তা সত্যিই প্রশংসনীয়। পৃথিবীর খুব কম দেশেই এমন বন্ধুত্বপূর্ণ পরিবেশ দেখা যায়।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসন সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে, যাতে ধর্মীয় উৎসব নির্বিঘ্নে সম্পন্ন হয়। ডিআইজি মণ্ডপ পরিদর্শন শেষে সংশ্লিষ্ট পরিদর্শন রেজিস্টারে মন্তব্য লিপিবদ্ধ করেন। এসময় উপস্থিত ছিলেন এ,এফ,এম,তারিক হোসেন খান, পুলিশ সুপার, নীলফামারী জেলা, ও জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
পূজা উদযাপন পরিষদ ও স্থানীয় জনসাধারণ ডিআইজি এ উদ্যোগকে স্বাগত জানান এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে পুলিশের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।
আজকালের খবর/ এমকে