মঙ্গলবার ৩০ সেপ্টেম্বর ২০২৫
গৌরনদীতে সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করেছে ষড়যন্ত্রমূলক মামলায় স্থানীয় সাংবাদিকদের নিন্দা
কাজী রনি গৌরনদী,বরিশাল
প্রকাশ: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ১০:১৬ এএম
গৌরনদী প্রেসক্লাবের সদস্য ও সাংবাদিক মোল্লা ফারুক হাসানের বিরুদ্ধে গৌরনদী থানায় দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় সাংবাদিক সমাজ।

বিবৃতিতে সাংবাদিকরা উল্লেখ করেছেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সবসময় অগ্রণী ভূমিকা রাখা মোল্লা ফারুক হাসানকে হয়রানি করার উদ্দেশ্যে এ মামলা দায়ের করা হয়েছে। সাংবাদিকদের কণ্ঠরোধ ও স্বাধীনতা হরণের এমন চেষ্টা কখনোই সফল হবে না।  সাংবাদিক সমাজের পক্ষ থেকে আরও বলা হয়েছে, সাংবাদিকদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। একই সঙ্গে মোল্লা ফারুক হাসানের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহারের দাবি জানিয়েছেন তারা।

মোল্লা ফারুক হাসান বলেন, বরিশালের গৌরনদী উপজেলার কটকস্থল এলাকায় ঢাকা–বরিশাল মহাসড়ক সংলগ্ন ‘আরিফ ফিলিং স্টেশন’ দীর্ঘদিন ধরে ডিক্রিকৃত ও বিরোধপূর্ণ জমিতে ব্যবসা পরিচালনা করে আসছে। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও মালিক পক্ষ আদালতের আদেশ অমান্য করে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। এ নিয়ে সংঘর্ষের পরিপ্রেক্ষিতে তিনি ঘটনাস্থল থেকে সংবাদ সংগ্রহের সময় পুলিশের সহায়তায় মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে বলে জানান।

ফারুক হাসান বলেন, “ঘটনাস্থলে শুধুমাত্র বাঁশের বেড়া দেওয়ার ঘটনা ঘটেছে, কোনো ভাঙচুর বা বিশৃঙ্খলা হয়নি। সিসি ক্যামেরার থাকা সত্ত্বেও পুলিশ কোনো তদন্ত ছাড়াই মিথ্যা অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করেছে। এটি সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত এবং স্বাধীন গণমাধ্যমকে হতাশ করার এক ন্যাক্কারজনক চেষ্টা।

সাংবাদিকরা এ ঘটনার মাধ্যমে পুলিশের দায়িত্বহীনতা ও পক্ষপাতমূলক আচরণের তীব্র নিন্দা জানিয়ে বলছেন, “এ ধরনের অনিয়ম জনগণের পুলিশের ওপর বিশ্বাস ক্ষুণ্ণ করছে এবং ন্যায়বিচারের পথে অন্তরায় সৃষ্টি করছে।

আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুনের জানাজায় মানুষের ঢল
যেকোনো সময় আওয়ামী লীগের কার্যক্রম সচল করা হতে পারে: ড. ইউনূস
নির্বাচন ঘিরে অনেকেই অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে: আইজিপি
জেন-জি বিক্ষোভের মুখে সরকার ভেঙে দিলেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট
যারাই ষড়যন্ত্র করবে জনগণ তাদের প্রতিহত করবে: সালাহউদ্দিন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
তলাবিহীন ঝুড়ি ইবির আবাসিক হল, ২ লক্ষ ৮৫ হাজার কার ঘাড়ে?
নয়াদিল্লির ৩ শতাধিক স্কুলে বোমা হামলার হুমকি
সোনাতলায় ইউএনও ও ওসির পূজামণ্ডপ পরিদর্শন
প্রতিবেশী দেশ ও ফ্যাসিবাদের দোসরদের ইন্ধনে খাগড়াছড়িতে অস্থিরতা হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
পাহাড়ে পুরাতন খেলা শুরু হয়ে গেছে: হাফিজ উদ্দিন
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft