প্রকাশ: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ৬:০৮ পিএম

সিলেট জেলা বিএনপির সহ মহিলা বিষয়ক সম্পাদক সুলতানা রহমান দিনা বলেছেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ দেশের মানুষকে আত্মনির্ভরতার পথ দেখিয়েছিলেন। তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ও নারীর ক্ষমতায়নে যুগান্তকারী অবদান রেখেছেন। আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান আধুনিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার যে রূপরেখা দিয়েছেন, তা তরুণ প্রজন্মসহ প্রতিটি শ্রেণি-পেশার মানুষের মধ্যে আশার আলো জাগিয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি জনগণের মুক্তি ও দেশের সার্বিক উন্নয়নের রূপরেখা। এই কর্মসূচি বাস্তবায়ন করতে হলে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। ধানের শীষই গণতন্ত্র, অধিকার ও মুক্তির প্রতীক।
আজ শুক্রবার বিকেলে বালাগঞ্জ উপজেলা সদরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে জনসচেতনতা সৃষ্টির লক্ষে উপজেলা মহিলা দল নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
দিনা আরও বলেন, গত ১৫ বছর দেশে উন্নয়নের নামে লুটপাট, দমননীতি ও গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে। মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। বিএনপির ৩১ দফা কর্মসূচি সেই অন্ধকার থেকে জাতিকে মুক্তি দিয়ে একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ রাষ্ট্র গড়ে তুলবে। নারীরা আজ আর ঘরে সীমাবদ্ধ নন, তারা সমাজ ও রাষ্ট্র গঠনের অগ্রভাগে রয়েছেন। তাই নারী সমাজকে ধানের শীষের বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এই বিজয়ই হবে নতুন বাংলাদেশের ভিত্তি।
মতবিনিময়ের এ সময় আরো উপস্থিত ছিলেন- চপলা রানী দাস, মিনা বেগম, পিয়ারা বেগম মেম্বার, খয়রুন বেগম, পিয়ারা বেগম, রুবী বেগম, সাজনা বেগম, ফাতেহা বেগম, সাফিয়া বেগম, সুবিনা বেগম, সাহেনা বেগম প্রমুখ।
আজকালের খবর/ওআর