পিরোজপুরে স্কুল থেকে ফেরার পথে এক প্রধান শিক্ষকের হাত-পা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার বিকাল ৫টার দিকে পিরোজপুর-নাজিরপুর সড়কের ঝারঝারিয়াতলা এলাকায় এ ঘটনা ঘটে বলে পিরোজপুর সদর থানার ওসি মো. রবিউল ইসলাম জানিয়েছেন। আহত বিপুল মিত্র (৫০) জুজখোলা সম্মিলিত বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। হামলায় তার সঙ্গে থাকা সহকারী শিক্ষক অসীম কুমারও (৪৬) আহত হয়েছেন।
ঘটনার বর্ণনায় অসীম কুমার বলেন, বিপুল মিত্রের সঙ্গে মোটরসাইকেলে তিনি পিরোজপুর শহরে ফিরছিলেন। পথে ঝারঝারিয়াতলা এলাকায় সাত-আটজন পথরোধ করে বিপুলকে মারধর করে দুই পা ও ডান হাত ভেঙে দেয়। হামলায় অসীমও আহত হন।
স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে বিপুলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার অর্থোপেডিক হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে সহকারী শিক্ষক অসীমকে। পিরোজপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার রঞ্জন কুমার বলেন, “বিপুল মিত্রকে দুই পা ও ডান হাত ভাঙা অবস্থায় হাসপাতালে আনা হয়।”
জুজখোলা সম্মিলিত বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এলিজা জামান বলেন, মঙ্গলবার বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। দুপুরে অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পর বিকালে হামলার খবর পান।
ওসি রবিউল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি।
আজকালের খবর/ এমকে