বৃহস্পতিবার ২৫ সেপ্টেম্বর ২০২৫
গ্যাস সংকটে হামিদ ফেব্রিক্সের কারখানা বন্ধ
বাণিজ্য ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ১:০৬ পিএম
গ্যাস সংকটের কারণে পুঁজিবাজারে তালিকাভুক্ত হামিদ ফেব্রিক্স লিমিটেডের কারখানা বন্ধ রাখা হয়েছে। কোম্পানিটি গ্যাস সংকট সমাধানে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। শিগগিরই এই সংকট সমাধান করে কারখানাটি পুনরায় চালু করার চেষ্টা চলছে বলে জানিয়েছে তারা। 

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানিয়েছে বস্ত্র খাতের কোম্পানিটি।

তথ্য অনুযায়ী, বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১২ ও ১৬ ধারা এবং শ্রম বিধিমালা ২০১৫ এর ২৫ ও ২৬ বিধি অনুযায়ী চলতি বছরের ২২ জুন থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কারখানাটি লে-অফ ঘোষণা করা হয়েছে।

কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছে, গত দুই বছর ধরে তাদের কারখানার গ্যাস লাইনে প্রয়োজনীয় চাপ না থাকায় উৎপাদন প্রক্রিয়া বারবার ব্যাহত হচ্ছিল। এমনকি তারা গ্যাসের বিকল্প হিসেবে সিএনজি ও এলএনজি ব্যবহারের মাধ্যমেও উৎপাদন সচল রাখার চেষ্টা করেছিল। কিন্তু গ্যাস সংকট এতটাই তীব্র হয়ে উঠেছে যে, উৎপাদন কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব হয়নি।

তবে কোম্পানি কর্তৃপক্ষ আশাবাদী, গ্যাস সমস্যা সমাধানের মাধ্যমে তারা শিগগিরই কারখানাটি চালু করতে পারবে। তারা আরো জানিয়েছে, গ্যাস সমস্যার সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।

আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
বঙ্গোপসাগরে লঘুচাপ টানা ৫ দিন বৃষ্টির আভাস
লড়াইটাও করতে পারলো না বাংলাদেশ
ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালেন প্রধান উপদেষ্টা
আরো সাশ্রয়ী দামে গুরু এনার্জি ড্রিংকস
ফরেন রিজার্ভ বৃদ্ধিতে মুদ্রার আয় ও ব্যয়ের ভারসাম্যতা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
আগামী নির্বাচন হবে গণতন্ত্রের নতুন ভিত্তি : প্যারিসের মেয়রকে ড. ইউনূস
ভারতের বিপক্ষে একাদশে পরিবর্তন আনতে পারে বাংলাদেশ
‘উলিপুরে প্রতিমা ভাঙচুর’ শিরোনামে প্রচারিত খবরের কোনো সত্যতা নেই
শেখ হাসিনার বিরুদ্ধে বিশেষ তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্য, চলছে সরাসরি সম্প্রচার
আজ বাংলাদেশের ভারত পরীক্ষা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft