চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকর চন্দ্র ইউনিয়নের ছয়ঘড়িয়া গ্রামে সেনাবাহিনীর অভিযানে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র (পিস্তল) উদ্ধার করা হয়েছে।
সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত থেকে বৃধবার ভোর পর্যন্ত ক্যাপ্টেন মঞ্জুরুল রহমান মাসফির নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় স্থানীয় বাসিন্দা সালতাম হোসেনের ছেলে জাইরুল ইসলামের বাড়ির গোয়ালঘর থেকে একটি দেশীয় পিস্তল এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়। তবে অভিযুক্ত ব্যক্তি পলাতক থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধারকৃত অস্ত্র ও জব্দ সামগ্রী পরবর্তীতে চুয়াডাঙ্গা সদর থানায় পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনী জানায়, জননিরাপত্তা রক্ষা, আইনশৃঙ্খলা বজায় রাখা এবং অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালিত হয়। একইসাথে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।
আজকালের খবর/ এমকে