প্রকাশ: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ৫:১২ পিএম

নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়াম এলাকার এক ময়লার ভাগাড় থেকে বিপুল সংখ্যক এনআইডি কার্ড, পোলিং অফিসারের কার্ড ও সিল উদ্ধার নিয়ে তদন্ত শুরু হয়েছে পুলিশ। গতকাল রবিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে থেকে এই কার্ডগুলো উদ্ধার করে জেলা নির্বাচন কমিশন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
স্থানীয় প্রশাসন জানায়, পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া এনআইডি কার্ডগুলো গণনা করে দেখা গেছে এখানে প্রায় ৪ হাজার এনআইডি কার্ড রয়েছে। এ বিষয়ে প্রশাসন তদন্ত শুরু করেছে।
নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা রাকিবুল ইসলাম জানান, পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া এনআইডির ঘটনায় নারায়ণগঞ্জ ফতুল্লা মডেল থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। উদ্ধারকৃত এনআইডি কার্ডগুলো সব গাজীপুর জেলার। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হয়েছে।
ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম বলেন, উদ্ধার হওয়া এনআইডির ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আজকালের খবর/বিএস