মঙ্গলবার ৩০ সেপ্টেম্বর ২০২৫
জাপানি ভাষা শিক্ষা ট্রেনিং সেন্টারের শুভ উদ্বোধন
সিলেট ব্যুরো
প্রকাশ: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ৮:০৩ পিএম
জাপানে কর্মসংস্থানের নতুন দ্বার উন্মোচন হওয়ায় বাংলাদেশি শিক্ষার্থী ও দক্ষ কর্মীদের কাজের জন্য প্রস্তুত করার লক্ষ্যে জাপানি ভাষা শিক্ষা ট্রেনিং সেন্টার শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিলেট মহানগর জিন্দাবাজার এলাকার আনন্দ ভবনে এসপি এডুকেশন আর আর গ্রুপের যৌর্থ পরিচালনায় এ ট্রেনিং সেন্টার উদ্বোধন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আর আর গ্রুপের সিইও এণ্ড ফাউন্ডার মো. রবিউল ইসলাম। আরও বক্তব্য রাখেন- আর আর গ্রুপের পরিচালক ভিপি দুলাল বর্মন, মো. ইউনূস মল্লিক, উপ-পরিচালক মো. শাহ আলম, এসপি এডুকেশনের চেয়ারম্যান আবদুল আহাদ সুফি, সিলেট মহানগর জাতীয়তাবাদী শ্রমিক দলের সিনিয়র সহ সভাপতি মাসুদ ইলাহি চৌধুরী ও এসপি এডুকেশনের সিইও সুমাইয়া তালুকদার। 

সালমান আহম্মেদের সঞ্চালনায় শুভেচছা বক্তব্য রাখেন নেক্সট সলিউশনের (সিওও) চিফ অপারেটিং অফিসার জাহাঙ্গীর আলম চৌধুরী জাবেদ।

এ সময় আর আর গ্রুপের সিইও অ্যান্ড ফাউন্ডার মো. রবিউল ইসলাম বলেন, বাংলাদেশে জাপানি ভাষা শিক্ষার সুযোগ আমরা তৈরি করে দিচ্ছি। দেশের কর্ম দক্ষ মানুষ এই প্রশিক্ষণের পর জাপানে গেলে কোনো সমস্যার মধ্যে পড়বে না। ফলে জাপানে কর্মসংস্থানে নিজেদের সহজেই মানিয়ে নিতে সক্ষম হবে।

বিএমইটির তথ্য মতে, জাপানে অনুমোদিত ৯৬টি রিক্রুটিং এজেন্সির মধ্যে মাত্র ৩০টি রিক্রুটিং এজেন্সি প্রতি বছর কর্মী পাঠাচ্ছে। ২০০৪ থেকে ২০২৫ সালের এপ্রিল পর্যন্ত ২০ বছরে মাত্র পাঁচ হাজার ১৪ জন কর্মী জাপান যেতে পেরেছেন।

বিএমইটির তথ্য বলছে, আইএম জাপান নামে একটি প্রকল্পের মাধ্যমে ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রায় ৭০২ কর্মী জাপানে গেছেন। জাপানে যাওয়ার জন্য যে যোগ্যতা প্রয়োজন বেশিরভাগ কর্মী তা অর্জন করতে পারেন না। এজন্য খুব কম সংখ্যক কর্মী জাপান যেতে পেরেছেন বলে মনে করছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

তাদের ভাষ্যমতে, জাপানে যেতে হলে কর্মীদের একদিকে যেমন জাপানি ভাষা শিখতে হয়, অন্যদিকে যে কোনো একটি বিষয়ে দক্ষ হতে হয়। জাপানের নিয়মনীতি খুবই কঠোর। অন্য দেশের সঙ্গে জাপানকে মেলানো যায় না। তাদের মানের সঙ্গে না মিললে তারা লোক নেয় না। তারা কখনো অদক্ষ লোক নেয় না। দক্ষ শ্রমিক ছাড়া জাপানে যাওয়া অসম্ভব।
 
আজকালের খবর/ওআর










http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
পাচার হওয়া অর্থের একটি অংশ ফেব্রুয়ারির মধ্যেই আনা সম্ভব: অর্থ উপদেষ্টা
দুর্গাপূজার ছুটিতে সচল থাকবে শুল্ক স্টেশন
১ থেকে ১২ অক্টোবর নতুন কর্মসূচি দিল জামায়াত
সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুনের জানাজায় মানুষের ঢল
যেকোনো সময় আওয়ামী লীগের কার্যক্রম সচল করা হতে পারে: ড. ইউনূস
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
তলাবিহীন ঝুড়ি ইবির আবাসিক হল, ২ লক্ষ ৮৫ হাজার কার ঘাড়ে?
নয়াদিল্লির ৩ শতাধিক স্কুলে বোমা হামলার হুমকি
সোনাতলায় ইউএনও ও ওসির পূজামণ্ডপ পরিদর্শন
প্রতিবেশী দেশ ও ফ্যাসিবাদের দোসরদের ইন্ধনে খাগড়াছড়িতে অস্থিরতা হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
পাহাড়ে পুরাতন খেলা শুরু হয়ে গেছে: হাফিজ উদ্দিন
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft