প্রকাশ: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৩১ পিএম

বরিশালের গৌরনদী উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন কমিটি ও পূজামণ্ডপ কমিটির সভাপতি ও সম্পাদক সহ অন্যন্য সদস্যদের সঙ্গে আজ রবিবার উপজেলা অডিটরিয়ামে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি দুলাল রায় দুলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও বরিশাল ১ আসনের সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন।
এ সময় অনান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন- উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মো. জাকির শরিফ, যুগ্ম আহ্বায়ক মো. কামরুজ্জামান খোকন, পূজা উদযাপন কমিটির সহ-সভাপতি নির্মল হালদার, সাধারণ সম্পাদক মানিক আচার্য, কোষাধক্ষ্য শ্রীকৃষ্ণ চক্রবর্তী ও অনান্য সদস্য সহ উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।
আজকালের খবর/ওআর