শুক্রবার ১৯ সেপ্টেম্বর ২০২৫
নন্দীগ্রামে আইন অমান্য করায় এক বেকারির কারখানায় ২০ হাজার টাকা জরিমানা
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৮:২৪ পিএম
বগুড়ার নন্দীগ্রামে আইন অমান্য করায় এক বেকারির কারখানায় ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে নন্দীগ্রাম কলেজপাড়ার আল-আমিন বেকারির কারখানায় প্রস্তুতকৃত বিস্কুট, কেক, অন্যান্য বেকারি আইটেমের মোড়কের গায়ে পণ্যের ওজন, পরিমাণ, উপাদান, সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য, উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ, বিএসটিআইয়ের অনুমোদন না থাকায় ও নোংরা অপরিচ্ছন্ন পরিবেশের কারণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ওই বেকারির মালিক আমজাদ হোসেন (৪৩) কে ২০ হাজার টাকা জরিমানা করেন। 

এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় প্রসিকিউটর ছিলেন স্যানিটারি ইন্সপেক্টর খন্দকার জামিল উদ্দিন। সহযোগিতা করেন নন্দীগ্রাম থানা পুলিশ। অভিযুক্ত আমজাদ হোসেন নন্দীগ্রাম কলেজপাড়ার মৃত ইসমাইল হোসেনের ছেলে। 

এ তথ্য নিশ্চিত করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার। তিনি বলেন, প্রত্যেক উৎপাদনকারী প্রতিষ্ঠানের মালিক ও ব্যবসায়ীকে  আইন মেনে ব্যবসা করতে হবে। অন্যথায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আজকালের খবর/ওআর








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
এশিয়া কাপ: শ্রীলঙ্কার কল্যানে সুপারে ফোরে বাংলাদেশ
বিএনপি-জামাত আন্দোলনের সময় রাস্তায় ছিল না: ফয়জুল করীম
আলোচনা ছাড়া রাজপথে কর্মসূচি দেওয়া অহেতুক চাপ সৃষ্টি : মির্জা ফখরুল
বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা
নন্দীগ্রামে আইন অমান্য করায় এক বেকারির কারখানায় ২০ হাজার টাকা জরিমানা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
পাংশায় তিন স্কুলের সমন্বয়ে অভিভাবক সমাবেশ
এশিয়া কাপ: শ্রীলঙ্কার কল্যানে সুপারে ফোরে বাংলাদেশ
কয়েকদিনের মধ্যেই ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যাচ্ছে যুক্তরাজ্য!
এবার জেন-জিদের বিক্ষোভে উত্তাল এশিয়ার আরেক দেশ
দেবীদ্বারে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে ‘ক্লিনিং ক্যাম্পেইন’
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft