শুক্রবার ১৯ সেপ্টেম্বর ২০২৫
এবার জেন-জিদের বিক্ষোভে উত্তাল এশিয়ার আরেক দেশ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ২:১৪ পিএম
মন্ত্রী-এমপিদের জন্য বিলাসবহুল গাড়ি কেনার সরকারি সিদ্ধান্ত নিয়ে এবার বিক্ষোভে ফুঁসে উঠেছে এশিয়ার আরেক দেশ পূর্ব তিমুর। শ্রীলঙ্কা, বাংলাদেশ, ইন্দোনেশিয়া আর নেপালের মতো এ বিক্ষোভেও নেতৃত্ব দিচ্ছে জেন-জিরা। তীব্র বিক্ষোভের মুখে এরইমধ্যে এমপিদের বিনামূল্যে গাড়ি দেওয়ার পরিকল্পনা বাতিল করেছে দেশটির সরকার। 

বুধবার (১৭ সেপ্টেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য।

প্রতিবেদনে অনুযায়ী, মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) হাজার হাজার জেন-জি বিক্ষোভকারী সড়কে নেমে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন পূর্ব তিমুরের রাজধানী দিলিতে। এ সময় তারা সরকারি একটি গাড়িতে আগুনও ধরিয়ে দেন। তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। এই বিক্ষোভের কয়েক ঘণ্টা পরই এমপিদের জন্য গাড়ি কেনার সিদ্ধান্ত বাতিল করে দেশটির সরকার।

তবে, গাড়ি কেনার পরিকল্পনা বাতিল করার পরও বুধবার দিলিতে বিক্ষোভ হয়েছে। বিবিসিকে এক বিক্ষোভকারী বলেছেন, বুধবার প্রায় কয়েক হাজার মানুষ রাজধানী দিলির রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন। প্রাথমিকভাবে এমপিদের জন্য সরকারের গাড়ি কেনার পরিকল্পনা ঘিরে আন্দোলন শুরু হলেও পরে বিক্ষোভকারীরা আরও বিভিন্ন ধরনের দাবি-দাওয়া তুলে ধরেন। তাদের এই বিক্ষোভ বর্তমানে দেশটির সাবেক এমপিদের আজীবন পেনশনের সুবিধা বাতিলের দাবিতে রূপ নিয়েছে।

বিক্ষোভে অংশ নেওয়া নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বিবিসিকে জানান, তিনি তার বিশ্ববিদ্যালয়ের সামনে কাঁদানে গ্যাসে আক্রান্ত হয়েছেন। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, জনগণ কষ্টে আছে, অথচ এমপিরা বিলাসবহুল গাড়ি কিনতে মরিয়া।

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের ২০২৩ সালের তথ্য অনুযায়ী, পূর্ব তিমুরের এমপিদের বার্ষিক মূল বেতন ৩৬ হাজার ইউএস ডলার; যা দেশটির গড় আয়ের (প্রায় ৩ হাজার ডলার) চেয়ে ১২ গুণ বেশি।

অবশ্য, পূর্ব তিমুরে এমপিদের জন্য গাড়ি কেনার পরিকল্পনাটি নতুন নয়। গত কয়েক বছর ধরে দেশটিতে এমপিদের জন্য সরকারি গাড়ি কেনার পরিকল্পনার বিরুদ্ধে নিয়মিত বিক্ষোভ করছেন বাসিন্দারা। ২০০৮ সালে দেশটির এমপিদের জন্য ১০ লাখ ডলার ব্যয়ে গাড়ি কেনার এক পরিকল্পনার প্রতিবাদ করায় কয়েকজন শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছিল পুলিশ।

বিক্ষোভে নেতৃত্ব দেওয়া সিজারিও সিজার বলেন, দেশের মানুষ অনেক সমস্যার মধ্যে আছেন। শিক্ষা, পানি, স্যানিটেশন—কোনও কিছুতেই যথেষ্ট সুযোগ-সুবিধা নেই। অথচ এমপিরা নিজেদের স্বার্থে আইন বানাচ্ছে। আমরা এটাকে ন্যায্য মনে করি না।

তিনি বলেন, এমপিদের কাছে বর্তমানে সরকারের দেওয়া গাড়ি রয়েছে এবং সেগুলো এখনও ভালো অবস্থায় আছে। তারপরও তাদের নতুন টয়োটা প্রাডো এসইউভি দেওয়ার পরিকল্পনা করেছে সরকার।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, পূর্ব তিমুরের মোট জনসংখ্যার ৭০ শতাংশেরও বেশির বয়স ৩৫ বছরের নিচে। দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম দরিদ্র রাষ্ট্র হলেও তুলনামূলকভাবে গণতন্ত্রিক দেশের উদাহরণ হিসেবে বিবেচনা করা হয় পূর্ব তিমুরকে।

আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
এশিয়া কাপ: শ্রীলঙ্কার কল্যানে সুপারে ফোরে বাংলাদেশ
বিএনপি-জামাত আন্দোলনের সময় রাস্তায় ছিল না: ফয়জুল করীম
আলোচনা ছাড়া রাজপথে কর্মসূচি দেওয়া অহেতুক চাপ সৃষ্টি : মির্জা ফখরুল
বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা
নন্দীগ্রামে আইন অমান্য করায় এক বেকারির কারখানায় ২০ হাজার টাকা জরিমানা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
পাংশায় তিন স্কুলের সমন্বয়ে অভিভাবক সমাবেশ
এশিয়া কাপ: শ্রীলঙ্কার কল্যানে সুপারে ফোরে বাংলাদেশ
কয়েকদিনের মধ্যেই ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যাচ্ছে যুক্তরাজ্য!
এবার জেন-জিদের বিক্ষোভে উত্তাল এশিয়ার আরেক দেশ
দেবীদ্বারে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে ‘ক্লিনিং ক্যাম্পেইন’
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft