শুক্রবার ১৯ সেপ্টেম্বর ২০২৫
পাংশায় তিন স্কুলের সমন্বয়ে অভিভাবক সমাবেশ
এ.এইচ.এম শামিম রহমান জন, পাংশা (রাজবাড়ী)
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৪৯ পিএম
রাজবাড়ীর পাংশায় সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক মন্ডলীর উপস্থিতিতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় পাংশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় এসএসসি ২০২৬ পরীক্ষার প্রস্তুতি, শিক্ষার মান উন্নয়ন, বাল্যবিবাহ প্রতিরোধ এবং মাদকাসক্তির কুফল সম্পর্কে সচেতন করা হয় শিক্ষার্থী ও অভিভাবকদের।

সমাবেশে ইয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠ, কাজী মাজেদা একাডেমী ও পাংশা বালিকা বিদ্যালয়, এই তিনটি স্কুলের সমন্বয়ে অনুষ্ঠানে বক্তব্য প্রদানের সময় রাজবাড়ী জেলার শ্রেষ্ঠ নির্বাহী অফিসার হিসেবে এস. এম আবু দারদার কথা ভুয়সী প্রশংসা পায়। উপজেলা নির্বাহী অফিসার এস.এম. আবু দারদার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ীর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার। 

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন ও পাংশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের অভিভাবক সদস্য মো. বাহারাম হোসেন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানে প্রধান অতিথির উদ্দেশে মানপত্র পাঠ করেন পাংশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সান্ত্বনা দাস।

শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের পক্ষ থেকেও পরীক্ষায় ভালো ফলাফলের প্রস্তুতি, বাল্যবিবাহ প্রতিরোধ ও মাদকমুক্ত সমাজ গঠনের বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখা হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত ও পবিত্র গীতা পাঠ করা হয়। আলোচনা শেষে জেলা প্রশাসক ৩টি বিদ্যালয়ের মাঝে বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। 

উল্লেখ্য, অনুষ্ঠানের সার্বিক আয়োজনে ছিল পাংশা উপজেলা প্রশাসন।

আজকালের খবর/ওআর








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
এশিয়া কাপ: শ্রীলঙ্কার কল্যানে সুপারে ফোরে বাংলাদেশ
বিএনপি-জামাত আন্দোলনের সময় রাস্তায় ছিল না: ফয়জুল করীম
আলোচনা ছাড়া রাজপথে কর্মসূচি দেওয়া অহেতুক চাপ সৃষ্টি : মির্জা ফখরুল
বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা
নন্দীগ্রামে আইন অমান্য করায় এক বেকারির কারখানায় ২০ হাজার টাকা জরিমানা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
পাংশায় তিন স্কুলের সমন্বয়ে অভিভাবক সমাবেশ
এশিয়া কাপ: শ্রীলঙ্কার কল্যানে সুপারে ফোরে বাংলাদেশ
কয়েকদিনের মধ্যেই ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যাচ্ছে যুক্তরাজ্য!
এবার জেন-জিদের বিক্ষোভে উত্তাল এশিয়ার আরেক দেশ
দেবীদ্বারে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে ‘ক্লিনিং ক্যাম্পেইন’
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft