মঙ্গলবার ৩০ সেপ্টেম্বর ২০২৫
সিলেটে যানজট ও দুর্ঘটনা এড়াতে ব্যাটারিচালিত রিকশা নিষিদ্ধ: পুলিশ কমিশনার
সিলেট ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৫৫ পিএম
ব্যাটারিচালিত রিকশা মহানগর এলাকায় চলতে পারবে না বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী। আজ বৃহস্পতিবার দুপুরে সিলেটের হুমায়ুন রশীদ চত্বর এলাকায় ট্রাফিক আইন মানতে উদ্ভূদ্ধ করতে মোটরসাইকেল চালকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান পুলিশ কমিশনার। এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ সিদ্ধান্তের কথা বলেন।

পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী বলেন, ব্যাটারিচালিত রিকশা আসলে অনুমোদিত নয়। এখানে কয়েকটি সমস্যা- ব্যাটারিচালিত রিকশার যারা চালক তারা প্রশিক্ষিত নন। তারা ট্রাফিক আইনগুলো জানেন না। হঠাৎ করে যে কোনো জায়গায় তারা বাঁক নিয়ে ফেলেন। এতে অনেক সময় অনাকাঙ্খিত দুর্ঘটনা ঘটে।

তিনি বলেন, যেহেতু এটা আইনগতভাবে বৈধ নয় এজন্য আমরা বলেছি- ব্যাটারিচালিত যে অটোরিকশা সেটা মেট্রোপলিটন এলাকায় চলবে না। আমাদের যাত্রী সাধারণের নিরাপত্তা এবং তাদের জীবন আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য আমাদের এই নির্দেশনা।

১২ লক্ষ নগরবাসী সবাই যানজট থেকে মুক্তি চান জানিয়ে পুলিশ কমিশনার বলেন, সবাই ফুটপাতে নিরাপদে হাঁটতে চান। আমরা সেরকম একটা পরিবেশ সৃষ্টি করার জন্য কাজ করছি। ফুটপাত হকারমুক্ত হবে, রাস্তা যানজট মুক্ত হবে, রাস্তাঘাটে সবাই নির্ভয়ে চলাফেরা করবে।

তিনি বলেন, আমরা যানজট নিরসনের জন্য সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করবো এবং নগরবাসি যেন স্বস্তিতে চলাফেরা করতে পারেন সে ব্যাপারে আমাদের উদ্যোগ থাকবে।

আব্দুল কুদ্দুস চৌধুরী আরও বলেন, মোটরসাইকেলে যারা যাত্রী হবেন এবং যিনি চালাবেন- সবার জন্য কিন্তু হেলমেট পরাটা বাধ্যতামূলক। এটা মূলত তাদের নিরাপত্তার জন্য।

আজকালের খবর/ওআর








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
পাচার হওয়া অর্থের একটি অংশ ফেব্রুয়ারির মধ্যেই আনা সম্ভব: অর্থ উপদেষ্টা
দুর্গাপূজার ছুটিতে সচল থাকবে শুল্ক স্টেশন
১ থেকে ১২ অক্টোবর নতুন কর্মসূচি দিল জামায়াত
সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুনের জানাজায় মানুষের ঢল
যেকোনো সময় আওয়ামী লীগের কার্যক্রম সচল করা হতে পারে: ড. ইউনূস
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
তলাবিহীন ঝুড়ি ইবির আবাসিক হল, ২ লক্ষ ৮৫ হাজার কার ঘাড়ে?
নয়াদিল্লির ৩ শতাধিক স্কুলে বোমা হামলার হুমকি
সোনাতলায় ইউএনও ও ওসির পূজামণ্ডপ পরিদর্শন
প্রতিবেশী দেশ ও ফ্যাসিবাদের দোসরদের ইন্ধনে খাগড়াছড়িতে অস্থিরতা হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
পাহাড়ে পুরাতন খেলা শুরু হয়ে গেছে: হাফিজ উদ্দিন
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft