প্রকাশ: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৫৬ পিএম

চুয়াডাঙ্গা সদর উপজেলার খাড়াগোদা বাজার এলাকায় নির্মাণ শ্রমিক হৃদয় (২২) কাজ করার সময় ছাঁদ থেকে পড়ে প্রাণ হারিয়েছেন। আজ বুধবার দুপুর ১টার দিকে আমিরুল ইসলামের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হৃদয় সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের কালুপোল গ্রামের পশ্চিমপাড়ার বাসিন্দা রায়হান আলীর ছেলে। তিন ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। প্রায় এক বছর আগে তার বিয়ে হয়েছিল। হৃদয়ের অকাল মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
সহকর্মীদের ভাষ্য অনুযায়ী, কয়েকজন শ্রমিক মিলে ভবনের দ্বিতীয় তলার ছাঁদের সাটারিংয়ের কাজ চলছিল। হঠাৎ ভারসাম্য হারিয়ে হৃদয় নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাপলা খাতুন জানান, হৃদয়কে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। সহকর্মীরা বলছেন তিনি ছাঁদ থেকে পড়ে গেছেন, তবে শরীরে বড় ধরনের আঘাতের চিহ্ন স্পষ্ট নয়। বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে।
খাড়াগোদা এলাকার স্থানীয় ইউপি সদস্য হাফিজুর রহমান বলেন, শ্রমিক নিহত হওয়ার খবর শুনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে দর্শনা থানার ওসি মুহম্মদ শহীদ তিতুমীর জানান, এখনও পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। বিষয়টি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আজকালের খবর/ওআর