আসন্ন শারদীয় দূর্গাপুজা উদযাপন উপলক্ষ্যে পুজামন্ডপ সমুহের নিরাপত্তা, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও প্রাসঙ্গিক বিষয়ে ১৭ ই সেপ্টেম্বর রোজ বুধবার সকালে উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
আয়োজিত আলোচনা সভায় উপস্থিত থেকে সার্বিক বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন উপজেলা সহকারী কমিশনার ভুমি মো. মেহেদী হাসান, উপজেলা আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপটেন্ট আবদুল্লাহ আল- মামুন, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. রবিউল ইসলাম গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মো. তরিকুল ইসলাম, হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো.আমিনুল ইসলাম, গৌরনদী উপজেলা প্রেস ক্লাবের আহবায়ক ও বিশিষ্ট সমাজ সেবক ও প্রবীন রাজনীতিবিদ জহিরুল ইসলাম জহির।
উপজেলা আনসার কর্মকর্তা মো.হামদান হুসাইন,প্রানী সম্পদ কর্মকর্তা পলাশ,
উপজেলা পুজা উৎসব কমিটির সভাপতি দুলু রায় সহ অনান্যরা।
আলোচিত বিষয়ে পুজা চলাকালীন সময়ে মন্ডপ গুলোতে সময় বিদ্যুৎ, পানির ব্যবস্থা করা, মন্ডপগুলোকে সিসিটিভির মনিটরিং এর আওতায় আনা, সেচ্ছাসেবক কমিটি গঠন সহ নিরাপত্তার চাদরে ঢেকে রাখা পাশাপাশি প্রশাসনিক ভাবে নজরদারি রাখার বিষয় গুলো আলোচ্য বিষয়ে উপস্থাপন করা হয়।
আলোচ্য বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি বলেন শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে গৌরনদী উপজেলা প্রশাসক ও পৌর প্রশাসক এর পক্ষ থেকে পুজা উৎসব সাফল্য মন্ডিত করতে সার্বিক সহযোগিতা প্রদান করার বিষয় আস্বস্ত করেন।
আজকালের খবর/ এমকে