সোমবার ১৫ সেপ্টেম্বর ২০২৫
বাংলাদেশিদের জন্য চীনের ভিসা আবেদনে নতুন নির্দেশনা
নিউজ ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৫৯ পিএম
বাংলাদেশি নাগরিকদের জন্য চীনা ভিসা আবেদনপ্রক্রিয়ায় নতুন নির্দেশনা জারি করেছে ঢাকায় অবস্থিত চীন দূতাবাস। দূতাবাসের জারি করা এক বিজ্ঞপ্তিতে এই প্রক্রিয়ার প্রতিটি ধাপ বিস্তারিত তুলে ধরা হয়েছে, যাতে প্রার্থীরা আরও দক্ষ ও সুবিধাজনক উপায়ে ভিসার জন্য আবেদন করতে পারেন।

অনলাইনে আবেদনপ্রক্রিয়া আবেদনকারীদের প্রথমে চায়নিজ ভিসা অ্যাপ্লিকেশন সার্ভিস সেন্টারের ওয়েবসাইট https://www.visaforchina.cn/ থেকে ফরম পূরণ করতে হবে। এ সময় পদ্ধতি অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে হবে।

প্রাথমিক পর্যালোচনার ফলাফল ফরম জমা দেওয়ার পর অনলাইনে আবেদনটির প্রাথমিক পর্যালোচনা সম্পন্ন হবে। ফলাফল অনুযায়ী নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে౼

‘সংশোধন’ বা ‘পরিপূরক নথি প্রয়োজন’ হলে, সংশ্লিষ্ট তথ্য দ্রুত সংশোধন বা সংযোজন করে পুনরায় জমা দিতে হবে।

‘ভিডিও সাক্ষাৎকারের সময়সূচি’ জানানো হলে, নির্ধারিত তারিখে দূতাবাসে উপস্থিত হয়ে সাক্ষাৎকারে অংশ নিতে হবে।

‘অনলাইন পর্যালোচনা সম্পন্ন’ ফলাফল পাওয়া মানে প্রাথমিক অনুমোদন হয়েছে।

প্রাথমিক অনুমোদনের পর আবেদনকারী বা তার প্রতিনিধি চায়নিজ ভিসা অ্যাপ্লিকেশন সার্ভিস সেন্টারে গিয়ে পাসপোর্ট ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। এ সময় আঙুলের ছাপ দেওয়া (যদি প্রযোজ্য হয়) এবং ভিসা ফি পরিশোধ করতে হবে। এ জন্য কোনো অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন নেই।

নোটিশে বলা হয়, ১৪ বছরের কম বয়সী বা ৭০ বছরের বেশি বয়সের আবেদনকারী, যারা গত পাঁচ বছরের মধ্যে একই পাসপোর্টের সঙ্গে আঙুলের ছাপ দিয়েছেন, যারা ১০টি আঙুলের জন্য আঙুলের ছাপ দিতে অক্ষম এবং যারা আগামী ৩১ ডিসেম্বরের আগে একক বা ডাবল এন্ট্রির জন্য স্বল্পমেয়াদি ভিসার জন্য আবেদন করেছেন (১৮০ দিনের কম সময়ের জন্য অবস্থান করার) তাদের ফিঙ্গারপ্রিন্টের প্রয়োজন নেই। তারা অন্য কাউকে তাদের পক্ষে তাদের কাগজপত্র জমা দেওয়ার অনুমতি দিতে পারেন।

আবেদনকারীরা পিকআপ ফরমে উল্লিখিত প্রত্যাশিত তারিখে তাদের ভিসা সংগ্রহ করতে পারবেন। সাধারণত আবেদনকারীরা প্রত্যাশিত সংগ্রহের তারিখে তাদের ভিসা পেয়ে থাকেন।

দূতাবাস জানিয়েছে, অনলাইন আবেদন সফলভাবে জমা দেওয়ার পর প্রাথমিক পর্যালোচনার ফলাফল সাধারণত এক কার্যদিবসের মধ্যে সরবরাহ করা হবে। ভিসা সেন্টারে পাসপোর্ট জমা দেয়ার দিন থেকে শুরু করে, নিয়মিত প্রক্রিয়াকরণে সাধারণত চার কর্মদিবস লাগে, যখন জরুরি প্রক্রিয়াকরণ ভিসা সংগ্রহের জন্য তিন কর্মদিবস সময় প্রয়োজন হয়।

চীন দূতাবাস বিজ্ঞপ্তিতে অনুরোধ করেছে, যারা এজেন্সির মাধ্যমে আবেদন করতে চান, তারা যেন নির্ধারিত সময়সীমা মেনে চলেন, অন্যথায় ভ্রমণ পরিকল্পনায় দেরি হতে পারে।

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
সিলেটের ডিসি সারওয়ার আলমকে শোকজ
আপনাদের দোয়া ও ভালোবাসা আমার শক্তি : মোশারফ হোসেন
আশুলিয়ায় সন্তানসহ শ্রমিক দম্পতির মরদেহ উদ্ধার
নওগাঁ-৩ আসনে বিএনপি’র দুঃসময়ের নেতা ফজলে হুদা বাবুল
দেশের ১২ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
উলিপুরে এসডিএফ’র স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা
সরকার উৎখাতের ষড়যন্ত্র, কারাগারে মার্কিন নাগরিক
বেকারকে বিয়ে করে বসিয়ে খাওয়াতে চান তানিয়া
ঢাকা মেডিকেলে একসঙ্গে ৬ সন্তানের জন্ম দিলেন নারী
ভেনেজুয়েলা উত্তেজনার মধ্যেই পুয়ের্তো রিকোয় নামল মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft